ad
ad

Breaking News

ইস্টবেঙ্গল

জর্ডনের পরিবর্তে নতুন মুখ হিজাজি

Bengla Jago Desk: সামনে বহু  ম্যাচ রয়েছে । এদিকে জর্ডন এলসে পেয়েছেন চোট । ডুরান্ডে পাওয়া চোট তাকে যথেষ্ট ভোগাচ্ছে । সেকারণে ইস্টবেঙ্গলের তরফ থেকে অন্য একজন খেলোয়াড় কে খোঁজা হচ্ছিল । অবশেষে পাওয়া গেল ।  বৃহস্পতিবার বিকেলে লাল হলুদ ক্লাবের পক্ষ থেকে নতুন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে।জর্ডনের পরিবর্ত হিসেবে এসেছে হিজাজি মাহের […]

Bengla Jago Desk: সামনে বহু  ম্যাচ রয়েছে । এদিকে জর্ডন এলসে পেয়েছেন চোট । ডুরান্ডে পাওয়া চোট তাকে যথেষ্ট ভোগাচ্ছে । সেকারণে ইস্টবেঙ্গলের তরফ থেকে অন্য একজন খেলোয়াড় কে খোঁজা হচ্ছিল । অবশেষে পাওয়া গেল ।  বৃহস্পতিবার বিকেলে লাল হলুদ ক্লাবের পক্ষ থেকে নতুন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে।জর্ডনের পরিবর্ত হিসেবে এসেছে হিজাজি মাহের । আসলে এবারে  ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণ শুরু হওয়ার আগে ভালো ফর্মে ছিল দল। এলসের চোট গুরুতর।

এই মরসুমেই আর মাঠে নামতে পারবেন না তিনি, ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ইন্ডিয়ান সুপার লীগের প্রথম ম্যাচে একজন বিদেশি কম নিয়ে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। ড্র হয়েছিল ম্যাচ। অপর বিদেশি ডিফেন্ডার পর্দো রক্ষণ সামলালেও ক্লাব সমর্থকদের নয়নের মণি হয়ে উঠতে পারেননি তিনি। তবে এবার ডুরাণ্ড কাপের ফাইনালে পৌঁছেছিল লাল হলুদ ব্রিগেড। যা অত্যন্ত খুশির খবর ক্লাব সমর্থক থেকে খেলোয়াড় প্রত্যেকের কাছেই । যদিও শেষ পর্যন্ত ট্রফি খরা কাটাতে পারে ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগান সুপার জায়ান্টের  কাছে হেরে হাতছাড়া হয়েছে ট্রফি। ওই ম্যাচেই চোট পেয়েছিলেন সেন্টার ব্যাক জর্ডন এলসে।

ট্রফি জিততে না পারার পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে আশঙ্কা বাড়িয়েছিল অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের চোট। তা থেকে এবার স্বস্তি । হিজাজি  এলেন লাল হলুদ শিবিরে । ইস্টবেঙ্গলের তরফ থেকে শোস্যাল মিডিয়ায় তার আসার খবর প্রকাশ করা হয়েছে । স্বাগত জানানো হয়েছে । বাংলাতেই যা লেখা হয়েছে ।ডুরান্ডে দল রানার্স হয়েছে লাল হলুদ । ট্রফির স্বপ্ন দেখাচ্ছেন কুয়াদ্রাত।  লাল-হলুদ কোচ বলেছেন , ‘আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। দীর্ঘ সময় লাগতে পারে। সাফল্য চট করে আসেনা। সময় লাগে। সেটাই চলছে। দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার আছে। এটাই ইতিবাচক দিক। তার এ কথা মন্ত্রমুগ্ধের মতো কাজ করেছে কলকাতা থেকে কাকদ্বীপের সমর্থকদের মধ্যে ।

Free Access