Bangla Jago TV Desk : সেমিফাইনাল পর্যন্ত ভারতের দাপট দেখা গেছে। প্রত্যেকটা ম্যাচে জয় । দাপটের সঙ্গে লড়আইকরে জায়গা ধরে রাখলেও ফাইনালে তা হয়নি । আশা হত হয়েছিলেন কোচ দ্রাবিড় । কোচের পদ থেকে সরে যাওয়ার জল্পণাও তৈরি হয়েছিল কারণ তার চুক্তি ছিল এই বিশ্বকাপ পর্যন্ত্ই । তা শেষ হ্ওয়ায় সরে যাওয়ার কথা ভেবেছিলেন । কিন্তু বোর্ড কর্তারা বৈঠক করেন । তাকে থাকার কথাও বলেন কোচের পদে । বোর্ড কর্তারা যদিও তার উপর দোষারোপ করেননি কারণ ২ বছরের কোচিং অভিজ্ঞতা ও দলে তাঁর উপস্থিতির কারণে বেশ ভালো ফল পাওয়া গিয়েছে। তাই তাকে থাকার কথা বলেছেন বোর্ড কর্তারা।
এবারের বিশ্বকাপে তিনি টিম ইন্ডিয়াকে ফাইনাল পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিলেন। এত বছর পর কাপ জয়ের সুযোগ থাকলেও তা অধরায় থাকল । আগামী বিশ্বকাপ ২০২৭ সালে। ততদিন পর্যন্ত কি ভারতীয় ক্রিকেট দলের কোচ থাকবেন তিনি? বিশ্বকাপের ফাইনালের ম্যাচ শেষে এই প্রশ্ন করা হয়েছিল রাহুলকে । তখন তিনি জানিয়েছিলেন , তাঁর সমস্ত মনোযোগ ছিল টুর্নামেন্টের দিকে। সবে বিশ্বকাপ শেষ হল। পরের বিশ্বকাপ অনেক দূরে , ২০২৭ সালে। একটু সময় লাগবে ভাবতে । কি করবেন আর কি করবেননা । মাঝে ভেবেছিলেন আর থাকবেননা । ব্যর্থতার পর এই সিদ্ধান্ত নিলেও , অবশেষে বোর্ড কর্তারা কথা বলেছেন তার সঙ্গে। অন্ততপক্ষে ২০২৪ এর টি-টােয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়কেই কোচ হিসেবে চাইছে বোর্ড। যদিও দ্রাবিড় কিছু জানাননি এখনো ।
বিশ্বকাপের পর এখন বিশ্রামে রয়েছেন দ্রাবিড়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে জাতীয় দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। আসলে আগামী ৭ থেকে ৮ মাস মধ্যে টি-২০ বিশ্বকাপ রয়েছে। এদিকে রাহুল হাতের তালুর মতন চেনেন এ দলটাকে । তাই টি-২০ বিশ্বকাপের কয়েক মাস আগে নতুন কোচকে দায়িত্ব না দিয়ে দ্রাবিড়কেই চাইছে বোর্ড। ফলত নতুন কোচ লক্ষণের উপরও চাপ কমবে। সঙ্গে লক্ষ্মণ অনেকটা সময় পাবেন নিজের মতন করে দল গুছিয়ে নেওয়ার। সব দিক বিবেচনা করেই বোর্ডের এই সিদ্ধান্ত।
FREE ACCESS