চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : আগামী ৯ ফেব্রুয়ারি ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় একদিনের ম্যাচ। ওড়িশার কটকের বারবটি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর তিন ম্যাচের একদিনের সিরিজে ইতিমধ্যেই এক ম্যাচে এগিয়ে ভারত। ফলে বারবাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে জিততে পারলে এই সিরিজও ঝুলিতে পুড়বে টিম ইন্ডিয়া। সুতরাং ক্রিকেটপ্রেমীদের মধ্যে টিকিটের চাহিদা ছিল তুঙ্গে।
বুধবার অনলাইনে টিকিট বিক্রি শুরু হলেই ক্রিকেটপ্রেমীরা ভিড় জমান বারবাটি স্টেডিয়াম চত্ত্বরের টিকিট কাউন্টারে। বেলা গড়াতেই ভিড় বাড়তে শুরু করে। একটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চলে যাওয়ার উপক্রম হয়। শুরু হয় টিকিট পাওয়ার জন্য ধস্তাধস্তি। সূত্রের খবর, এই ধস্তাধস্তিতেই বেশ কিছু সমর্থক জ্ঞান হারান। তবে অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কিছু মানুষ পদদলিতও হয়েছেন এই ঘটনয়। এবং ১৫ জন গুরুতর আহতও হয়েছেন।
The second ODI match of India and England is going to be held in Cuttack and people are crazy to see #ViratKohli𓃵 but only 4000 tickets were left and there was too much rush due to which there was a stampede and 15 people got injured#INDvENG#ViratKohli pic.twitter.com/T8BKEzYbXH
— Rahul Gupta (@RahulGu04197245) February 5, 2025
এইরকম এক পরিস্থিতর জন্য টিকিটের জন্য ওই লাইনে দাঁড়ানো ক্রিকেটভক্তরা ক্ষোভ প্রকাশ করেন ওড়িশার প্রশাসন ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের দিকে। তাঁদের অভিযোগ, পুলিশ ও বোর্ড কর্তারা যদি ঠিকভাবে টিকিট বন্টনের ব্যবস্থা করতেন, তাহলে এমন বিশৃঙ্খলার সৃষ্টি হত না। কেননা মঙ্গলবার রাত থেকেই ক্রিকেটপ্রেমীরা জড়ো হয়েছিলেন টিকিটের জন্য। বুধবার সেই ভিড় বাড়তে থাকলেও পুলিশ সেইভাবে জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আর এবারের এই ম্যাচে টিকিটের চাহিদা বৃদ্ধি পাওয়ার আরও একটি কারণ হচ্ছে, গত পাঁচ বছরের মধ্যে বিরাট ও রোহিত এই প্রথমবার বারবাটি স্টেডিয়ামে ম্যাচ খেলবেন। কাজেই তাঁদের খেলা দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ ভিড় এটা অস্বাভাবিক কিছু নয়।
[ আরও পড়ুনঃশুরু নতুন ইনিংস, নিজের রেস্তোরাঁ খুললেন হিমাচলী ভূমিকন্যা কঙ্গনা]
এদিকে ম্যাচের দিন নিরাপত্তার কারণে স্টেডিয়াম প্রবেশ ও প্রস্থানের জন্য চারটি গেট নির্ধারিত থাকবে। সেইসব গেট দিয়েই মাঠে প্রবেশ ও প্রস্থান করতে হবে ক্রিকেটভক্তদের। অন্য কোনও গেট দিয়ে মাঠে প্রবেশ বা প্রস্থান করা যাবে না বলে সংবাদমাধ্যমকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কটকের ডেপুটি পুলিশ কমিশনার জগমোহন মীনা।