ad
ad

Breaking News

Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত কামিন্স, বিকল্পের সন্ধানে অজি বোর্ড

ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘কামিন্সের এই চোট অনেক পুরনো। বর্ডার-গাভাসকর ট্রফির পর সেই চোট আরও বেড়েছে

Cummins uncertain for Champions Trophy, Aussie board looking for replacement

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : চলতি মাসেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই চিন্তার ভাঁজ কপালে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটের কারণে নাও খেলতে পারেন অধিনায়ক প্যাট কামিন্স। এই খবর জানিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। উল্লেখ্য, অস্ট্রেলিয়া ক্রিকেট টিম এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। সেই সফরে পারিবারিক কারণে দলের সঙ্গে আসেননি কামিন্স। পাশাপাশি গোড়ালির চোটেও কাহিল কামিন্স। ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘কামিন্সের এই চোট অনেক পুরনো। বর্ডার-গাভাসকর ট্রফির পর সেই চোট আরও বেড়েছে।’

এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে কামিন্স না খেলাতে দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। এবং কামিন্স যদি একান্তই না খেলতে পারেন, তাহলে অজি শিবিরের আর্মব্যান্ড হয়ত পড়ার সম্ভাবনা রয়েছে স্মিথের। তবে স্মিথ শুধু একাই নন, অধিনায়কের দৌড়ে স্মিথের সঙ্গে অন্যতম দাবিদার ট্রাভিস হেড-ও।

[আরও পড়ুনঃবিনিয়োগের জন্য আদর্শ রাজ্য বাংলা, বাণিজ্য সম্মেলনে বার্তা মুখ্যমন্ত্রীর] 

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরুদ্ধে সিরিজে অস্ট্রেলিয়া দলে এমন অনেক ক্রিকেটার আছেন যাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ডাক পেয়েছেন। বৃহস্পতিবার তাঁদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। ম্যাকডোনাল্ড জানান, ‘সেই দলের সঙ্গে কামিন্সের আসার সম্ভাবনা কম। তবে কামিন্স একাই নন, চোটের তালিকায় রয়েছেন আর এক অজি পেসার হ্যাজালউড-ও।’

এদিকে অজি কোচ আরও জানান, কামিন্সকে পাওয়া যাবে না তা ধরে নিয়েই তাঁরা হেড ও হ্যাজালউডকে পরবর্তী অধিনায়ক হিসাবে তৈরি রাখছেন। কামিন্স এখনও অনুশীলন শুরই করেনি। কাজেই তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা অনেকটাই কম। আর কামিন্স না খেলতে পারলে আমাদের একজন অধিনায়ক দরকার। তাই হেড ও স্মিথের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে আলোচনাও হয়েছে। এর আগে অবশ্য স্মিথের অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে। দেখা যাক এঁদের মধ্যেই কাউকে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে।’

প্রসঙ্গত, কামিন্সের আগে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন মিচেল মার্শ-ও। এবার চোটের কবলে কামিন্স এবং হ্যাজালউড-ও। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটের কবলে প্রায় ধরাশায়ী অবস্থা অস্ট্রেলিয়া শিবিরে।