ad
ad

Breaking News

Warner

আন্তর্জাতিক অবসর ভাঙবেন ওয়ার্নার?

অবসর নিয়েছেন আগেই কিন্তু এবার তা ভাঙতে চলেছেন  ডেভিড ওয়ার্নার । সোশ্যাল মিডিয়ায়  যে পোস্ট তিনি করেছেন  সেখানে অবসর ভাঙার আভাস রয়েছে

Warner will break international retirement

সংগৃহীত

Bangla Jago Desk: অবসর নিয়েছেন আগেই কিন্তু এবার তা ভাঙতে চলেছেন  ডেভিড ওয়ার্নার । সোশ্যাল মিডিয়ায়  যে পোস্ট তিনি করেছেন  সেখানে অবসর ভাঙার আভাস রয়েছে। ওডিআই টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে ধাপে ধাপে অবসর নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ফের একবার দেশের মাটিতে  নামার ইচ্ছা প্রকাশ করেছেন ইনস্টাগ্রাম পোস্টে। এর আগেও ওয়ার্নার চ্যাম্পিয়ন্স ট্রফিতে  খেলার ইচ্ছা  প্রকাশ করেছিলেন ।

ইনস্টাগ্রাম  পোস্টে ইচ্ছা প্রকাশ করতে গিয়ে ওয়ার্নার লিখেছেন, আমি আপাতত কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব। তবে সুযোগ দেওয়া হলে অস্ট্রেলিয়ার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য প্রস্তুত। ৫০ ওভারের বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার পর ওডিআই থেকে সরে দাঁড়ান ডেভিড ওয়ার্নার। তারপর গতবছর জানুয়ারিতে টেস্ট থেকে বিদায় নেন। এরপর টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ান ।

আগামী বছর পাকিস্তানের ট্রাম্পিয়নস ট্রফি আয়োজিত হতে চলেছে। অবসর ভেঙে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে পারেন বলেই জল্পনা নিজেই উসকে দিয়েছেন। ডেভিড ওয়ার্নার তার বর্ণময় কেরিয়ারে ২২টি শতরান-সহ ওডিআইয়ে ৬,৯৩২ রান করেছেন। যদিও এদিন তিনি দীর্ঘ  বার্তা দেওয়ার শুরুতে লিখেছেন , চ্যাপ্টার ক্লোজড  ।  তার  ক্রিকেট কেরিয়ারের  জন্য পরিবারের পাশাপাশি সতীর্থ, কোচিং স্টাফ, সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য এর আগে প্যাট কামিন্স ওয়ার্নারের  ফিরে আসার  ইঙ্গিত দিয়েছিলেন।