সংগৃহীত
Bangla Jago Desk: টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত ভারত দুটো ম্যাচ খেলেছে। দুটোতেই জয়লাভ করেছে। প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডের। কেউ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সহজেই জয়লাভ করেছে। প্রথম থেকেই বিরাট কোহলিরা বেশ কিছু সমস্যায় পড়ছেন। বলা ভাল চরম অব্যবস্থার শিকার ইন্ডিয়ার খেলোয়াড়রা। যে যে অব্যবস্থার শিকার হয়েছেন বিরাট রোহিতরা ।
[ আরও পড়ুন:
Bengal Pro T20 League: ফাঁকা ইডেনে শুভারম্ভ লিগের ! মঙ্গলে সূচনা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের] |
তার মধ্যে অন্যতম রাস্তার ধারে খোলা পার্কে গিয়ে তাদেরকে অনুশীলন করতে হয়েছে । এবার আরো এক অব্যবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে ভারতীয় ক্রিকেট টিমকে। হোটেলের জিম তারা ব্যবহার করতে পারছেন না । সে কারণে তাদেরকে কাছাকাছি একটি জিমে গিয়ে সেখান ই করতে হচ্ছে প্রাকটিস। আর এ বিষয় নিয়ে বোর্ডের এক আধিকারিক বলেছেন , হোটেলের জিম একদম ব্যবহার করার যোগ্য নয়। সেখানে ক্রিকেটারদেরকে একপ্রকারের বাধ্য হয়ে সদস্যপদ হতে হয়েছে কাছাকাছি একটি জিমে ।
একপ্রকার বাধ্য হয়ে কাছাকাছি জিম ভাড়া নিতে হয়েছে।শেষ মুহূর্তে সব ব্যবস্থা করা হয়েছে । বলে জানিয়েছেন ওই আধিকারিক । শেষ মুহূর্তে সব ব্যবস্থা করা হয়েছে সেকারণে ফাঁক রয়ে গেছে। ভারতীয় ক্রিকেট টিম স্টেডিয়ামে গিয়ে অনুশীলন করলেও এবার তাদেরকে পার্কে গিয়ে অনুশীলন করতে হচ্ছে। শুধুমাত্র খেলোয়াড় নন সাংবাদিকদের জন্য পর্যাপ্ত খাবারের বন্দোবস্ত করা হয়নি মিডিয়া সেন্টারে । জানা গিয়েছে এই অপব্যবস্থার কারণে কোচ রাহুল দ্রাবিড় থেকে খেলোয়াড় এমন কি বোর্ড কর্তারাও ক্ষুব্ধ। এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট দল আগেই অভিযোগ করেছে তাদেরকে হোটেল থেকে মাঠে যেতে অন্তত দেড় ঘন্টা সময় লাগছে । এমনকি বিমান ধরতে গেলেও ঘন্টার পর ঘরটা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে অর্থাৎ বাইরের তাদেরকে বেশি নিতে হচ্ছে।