ad
ad

Breaking News

IPL

IPL: শেষ চারে কোয়ালিফাই করতে কোহলিদের হারাতেই হবে

বৃহস্পতিবারের ম্যাচ এক প্রকারের নক আউট ম্যাচ। যে জিতবে সেই টুর্নামেন্ট টিকে থাকবে। ধর্মশালায় প্রথম টসে জিতে বোল করার সিধান্ত নেয় পঞ্জাব কিংস স্যাম কুরান।

IPL: Kohli must lose to qualify for the last four

Bangla Jago Desk: বৃহস্পতিবারের ম্যাচ এক প্রকারের নক আউট ম্যাচ। যে জিতবে সেই টুর্নামেন্ট টিকে থাকবে। ধর্মশালায় প্রথম টসে জিতে বোল করার সিধান্ত নেয় পঞ্জাব কিংস স্যাম কুরান। এই ম্যাচে পাওয়ার প্লেতেই নিজের দুই ওভারে ২ উইকেট তুলে নেয় পঞ্জাব কিংসের বোলার ভিদওয়াত কাভেরাপ্পা। প্রথমে ৯ রানে ফ্যাফ কে ফেরায়। তারপরে ১২ রানে উইল জ্যাকসকেও প্যাভিলিয়নের রাস্তা দেখায় ভিদওয়াত কাভেরাপ্পা। পাওয়ার প্লে তে ৫৬ রান দিয়ে ২ টি উইকেট নেয় পঞ্জাব কিংস।

রজত পাতিদার ২১ বলে অর্ধশতরান করেন। ২৩ বলে ৫৫ করে স্যাম কুরানের বলে ফিরতে হয় তাঁকে। ১০ ওভার শেষে ১১৯ রান করে। অপরদিকে বিরাট কোহেলি ২৩ বলে ৪২ রান করে নট আউট ব্যাট করছিল। বৃষ্টির জন্য খেলা কিছুক্ষণ স্থগিত থাকলেও। আবারও পুনরায় ম্যাচ শুরু হয়। ৩২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন বিরাট কোহেলি। অপরদিকে রজত পাতিদাদের পরিবর্তে ব্যাট করতে নামেন ক্রিস গ্রীন। ১৫ ওভার শেষে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ১৬৪।

স্লোগ ওভারের পঞ্জাব তেমন একটা ভালো শুরু করতে না পারলেও, অর্শদীপ ৯২ রানে বিরাট কোহেলিকে আউট করেন। প্রথম ইনিংসে এক প্রকার আধিপত্য রেখে খেলে গেছে বেঙ্গালুরু। ১৮ রানের একটা স্পেশাল ইনিংস খেলে দীনেশ কার্তিক। হর্ষল প্যাটেলের বলে হয়ে ফেরেন দীনেশ কার্তিক। ইনিংসের শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন হর্ষল প্যাটেল। শেষ বলে ৪৬ রানে রান আউট হন ক্রিস গ্রীন। পাঞ্জাব কিংসকে এই ম্যাচ জিততে হলে ২৪২ রান করতে হবে।