ad
ad

Breaking News

IPL

শ্রেয়স-অর্শদীপ-চাহাল-ই ভরসা পঞ্জাবের

চলতি আইপিএল-এর মেগা নিলামে প্রাক্তন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নাইট শিবির থেকে ছিনিয়ে নিয়েছে পঞ্জাব কিংস।

Shreyas-Arshdeep-Chahal are the hope of Punjab

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: চলতি আইপিএল-এর মেগা নিলামে প্রাক্তন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নাইট শিবির থেকে ছিনিয়ে নিয়েছে পঞ্জাব কিংস। শ্রেয়স দলে রাখবেন না তা মনে মনে ঠিকই করে ফেলেছিলেন নাইট টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই তাঁকে রিটেন করেননি তাঁরা। আর সেই সুযোগ হাতছাড়া করতে চাননি পঞ্জাব। তাঁকে দলে নিয়ে নিজেদের ব্যাটিং লাইন আপকে আরও শক্তিশালী করল পঞ্জাব।

সেই অর্থে দেখতে গেলে এবারের পঞ্জাব দলে শ্রেয়স ও জস ইনগ্লিস ছাড়া সেইরকম কোনও তারকা ব্যাটার নেই। কাজেই পঞ্জাব দলকে আইপিএল-এ ভাল খেলতে গেলে অবশ্যই সেরার সেরাটা উপহার দিতে হবে প্রাক্তন নাইট অধিনায়ককে। গতবার নাইটদের হয়ে ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন শ্রেয়স।

১৪টা ম্যাচে ৩১৪ রান করেছিলেন তিনি। তবে ব্যাট হাতের পাশাপাশি দলকে সুন্দর নৃতেত্ব দিতে জুড়ি ছিল না তাঁর। তবে এবারের আইপিএল শুরুর আগে জাতীয় দলের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনবদ্য ছন্দে ছিলেন পঞ্জাবের এই তারকা ব্যাটার। ফলে যা বাড়তি অ্যাডভান্টেজ পঞ্জাব দলের কাছে।

অপর দিকে বোলার হিসাবে এই দলে রয়ে গিয়েছে দলের পুরনো পেসার অর্শদীপ সিং। তাঁর পারফরম্যান্সও ছিল মোটামুটি ভালই। গত আইপিএল-এ ১৪টি ম্যাচে ১৯টি উইকেট ঝুলিতে পুড়েছিলেন পঞ্চনদের রাজ্যের এই পেসার। তবে স্পিনার হিসাবে এই দলে রয়েছেন অভিজ্ঞ খেলোয়াড় যুযবেন্দ্র চাহাল। যে কোনও মুহূর্তে তিনিও ম্যাচের বাজিগর হয়ে উঠতে পারে। কাজেই এই ত্রয়ীর ওপরই যাবতীয় ভরসা করে আইপিএল-এ স্বপ্ন জয়ের আশায় পঞ্চনদের দলটি।