ad
ad

Breaking News

IPL

ঋষভ-মার্করাম-নিকোলাসরাই ভরসা লখনউ-এর

এমনকি গত আইপিএল-র সর্বোচ্চ দামি ক্রিকেটার মিচেল মার্শের রেকর্ড-ও পিছনে ফেলেছেন পন্থ।

Rishabh-Markram-Nicholas are the hope of Lucknow

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: ২০২৫-আইপিএল-এ সবচেয়ে দামি ক্রিকেটার হিসাবে নজির গড়েছেন উইকেটরক্ষক কাম ব্যাটার ঋষভ পন্থ। এমনকি গত আইপিএল-র সর্বোচ্চ দামি ক্রিকেটার মিচেল মার্শের রেকর্ড-ও পিছনে ফেলেছেন পন্থ। চলতি আইপিএ-র আসরে পন্থকে দলে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্ট। কেএল রাহুলের বদলে তাঁকে নিয়েছে লখনউ।

গত আইপিএল-এ লখনউ-র দলটি খুব একটা সুবিধা করতে পারেনি। পয়েন্ট টেবিলে তাঁদের থাকতে হয়েছিল ৭ নম্বরে। কাজেই এবার ভাল কিছু হওয়ার লক্ষ্য নিয়েই দল গড়ছে লখনউ টিম ম্যানেজমেন্ট। সেই কারণে দলে নেওয়া হয়েছে ঋষভ পন্থ থেকে শুরু করে ঋষভ পন্থ, মিচেল মার্শ, অ্যাডাম মার্করামদের। তবে মায়াঙ্ক যাদব বেশ কয়েকটা ম্যাচে বাদ পড়ায় চিন্তার ভাঁজ পড়ছে লখনউ কর্তাদের কপালে।

পন্থ গত আইপিএল-এ মোট ম্যাচ খেলেছেন ১৩টি। মোট রান করেছেন ৪৪৬। সর্বাধিক রান ৮৮। উইকেটের পিছনে দাঁড়িয়ে ক্যাচ ধরেছেন ৮টি। স্টাম্প আউট করেছেন মাত্র ৩টি। পিঞ্চ হিটার নামে খ্যাত পন্থকে দলে নিয়ে ট্রফি জয়ের জন্য প্রতীক্ষা করছে লখনউ। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, লখনউ দলের ব্যাটিংয়ের মূল ভরসা শুধু পন্থই নন, মার্কারাম, মিচেল মার্শ, ডেভিড মিলার এবং নিকোলাস পুরানকে যথেষ্ট দায়িত্ব নিতে হবে। না হলে কিন্তু এবারও অধরা থেকে যাবে লখনউ-র ট্রফি জয়ের স্বপ্ন।