চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আইপিএল- শুরুর আগেই পিঠের চোটের কবলে পড়েছিলেন পেসার মায়াঙ্ক যাদব। তারপর আইপিএল-র বেশ কয়েকটি ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টকে। চোট সারিয়ে মায়াঙ্ক সরাসরি নিজেকে ফিট করে তোলার জন্য যোগ দিয়েছিলেন বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে।
এখানে ফিটনেশ ট্রেনিংয়ের সময়ই তিনি ফের চোট পান পায়ের আঙ্গুলে। ফলে আইপিএল-এ তাঁর দল লখনউ দলের শিবিরে যোগ দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাঁর। এরপর সেখান থেকে ফিট সার্টিফিকেট নিয়েই মায়াঙ্ক মঙ্গলবার যোগ দিয়েছেন তাঁর দল লখনউ সুপার জায়ান্ট শিবিরে।
লখনউ আইপিএল-এ তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী ১৯ এপ্রিল। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হল রাহুল দ্রাবিড়ের দল রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়ালদের বিপক্ষে মাঠে নামার আগে ফের মায়াঙ্কের ফিটনেশ টেস্ট করা হবেই বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে। মায়াঙ্কের এই পরীক্ষা করবেন লখনউ দলের ফিজিও অভিষেক কৌশিক।
এই ভারতীয় পেসার ২০২৪ সালের অক্টোবরে হায়দরাবাদে অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। মায়াঙ্ক যদিও এখন সম্পূর্ণ সুস্থ বলে তাঁকে সার্টিফিকেট দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু তবুও রাজস্থান ম্যাচে মাঠে নামার আগে মায়াঙ্ককে চূড়ান্ত দলে রাখা হবে কি না, বা তিনি কতটা খেলার মত অবস্থায় রয়েছেন তা দেখার জন্য ফের তাঁর ফিটনেশ পরীক্ষা দেখে নিতে চাইছেন লখনউ টিম ম্যানেজমেন্ট।
তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন মায়াঙ্ক যেহেতু চোটপ্রবণ একজন খেলোয়াড়, সেই কারণে তাঁকে চূড়ান্তভাবে দেখে নিয়ে তবেই তাঁর বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন লখনউ ম্যানেজমেন্ট। কেননা এর আগে মায়াঙ্ক গত আইপিএল-এ চারটি ম্যাচ খেলেছিলেন লখনউ-র হয়ে। বাকি মরসুম তাঁকে কাটাতে হয় মাঠের বাইরে। সুতরাং এবার সেই ঝুঁকি নিতে চাইছেন না লখনউ ম্যানেজমেন্ট।