গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: অনেক আসা নিয়ে বোলার মায়াঙ্ক যাদবকে দলে রেখে দিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টের কর্তারা। কিন্তু হলে কি হবে, তাঁদের কপালটা যে বড্ড খারাপ। আইপিএল শুরু হতে আর হাতে মাত্র দিন দশেক বাকি। তার আগেই মায়াঙ্কের খবরে মাথায় হাত লখনউ কর্তাদের।
সূত্র মারফত আগেই জানা গিয়েছিল, মায়াঙ্ককে আইপিএল শুরুর প্রথম কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। এখন জানা যাচ্ছে, মায়াঙ্ককে ছাড়াই ক্রিকেটের এই মেগা ইভেন্টে অধিকাংশ ম্যাচ খেলতে হবে লখনউকে।
উল্লেখ্য, মায়াঙ্ক এর আগেও চোটের কবলে পড়েছিলেন। ২০২৩ সালে একটিও ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে ২০২৪- সালে আইপিএল-র অভিষেক ম্যাচেই নজর কাড়েন মায়াঙ্ক। পঞ্জাবের বিপক্ষে তিনটি এবং পরের ম্যাচে আরসিবি-র বিপক্ষেও তিনটি উইকেট ঝুলিতে পুড়েছিলেন।
সেই মায়ঙ্কাকে ছাড়াই এবার অনেকগুলি ম্যাচ খেলতে হবে লখনউকে। তাই সঞ্জীব গোয়েঙ্কার এই দল যে আইপিএল শুরুর আগে খুব একটা স্বস্তিতে নেই তা বলাই বাহুল্য। পাশাপাশি চিন্তার ভাঁজও কপালে পড়েছে তাঁদের। এখন দেখা যাক মায়াঙ্ককে ছাড়া আইপিএল-র শুরুটা লখনউ দল কি রকম পারফরম্যান্স করে সেই দিকেই তাকিয়ে আছেন ক্রিকেট বিশেষজ্ঞরা!