ad
ad

Breaking News

IPL

১৩ বছরের বৈভবে নজর আইপিএল-দুনিয়ার

এই কম বয়সেই বৈভব সূর্যবংশী নামের এক কিশোর ক্রিকেটের মেগা ইভেন্টে নিজের নাম নথিভূক্ত করেছেন।

IPL world eyes 13 years of glory

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বয়স মাত্র ১৩ বছর। এই কম বয়সেই বৈভব সূর্যবংশী নামের এক কিশোর ক্রিকেটের মেগা ইভেন্টে নিজের নাম নথিভূক্ত করেছেন। রাহুল দ্রাবিড়ের দল বৈভবকে দলে নিয়েছে। বৈভবের জন্ম ধোনির প্রথম আইপিএল জয়ের বছরে। ভাবা যায় এত অল্প বয়সেই ব্যাট-বল হাতে বৈভব দাপিয়ে বেড়াবেন বিশ্বের তাবড়-তাবড় ক্রিকেটারদের সঙ্গে। যা এক কথায় অনন্য। ইতিমধ্যে বৈভবকে দলে নিয়ে দারুণ আসাবাদী রাজস্থান রয়্যাল টিম ম্যানেজমেন্টের পাশাপাশি দলের ক্রিকেটাররাও।

রাজস্থান দলের অধিনায়ক সঞ্জু স্যামসন দলের কনিষ্ঠ সদস্য বৈভবের সম্বন্ধে বলেন, ‘এই প্রজন্মের তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস যথেষ্ট। ওঁরাও জানে ভারতীয় ক্রিকেটে কি রকম প্রতিযোগিতা চলে। সেইমতো ওরা নিজেদের তৈরি করে। বৈভব-ও এর ব্যতিক্রম নয়। ওর মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। অনুশীলনে ও যেভাবে একের পর এক বল বাইরে মারছিল, তা দেখে আমিও অবাক দৃষ্টিতে চেয়ে থাকি। বৈভবের শক্তি বুঝেই আমি ওর পাশে বড় দাদার মত থাকতে চাই।’

উল্লেখ্য, বৈভব অনুর্ধ্ব-১৯ টেস্টে জাতীয় দলের জার্সি গায়ে ৫৮ বলে শতরান হাঁকিয়েছিল। আর সেই ম্যাচে তাঁর দুরন্ত পারফরম্যান্সই আইপিএল-এর দরজা তাঁর দরজা খুলে দেয়। বৈভকে নিয়ে যথেষ্ট আশাবাদী দলের কোচ রাহুল দ্রাবিড়-ও। এখন দেখা যাক যদি বৈভব সুযোগ পায়, তাহলে অবশ্যই কম বয়সী ক্রিকেটার হিসাবে আইপিএল খেলার নজির গড়ার পাশাপাশি কতটা ভাল পারফরম্যান্স করতে পারে, তা সময় হলেই বোঝা যাবে।