ad
ad

Breaking News

Yuzvendra Chahal

নাইটদের বিপক্ষে চার উইকেট নিয়েই নারিনকে স্পর্শ চাহালের

শুধু ম্যাচ জেতানোই নয়, একই সঙ্গে নাইট অলরাউন্ডার সুনিল নারিনকেও স্পর্শ করে ফেললেন তিনি।

Chahal hits Narine with four wickets against Knights

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: মঙ্গলবার আইপিএল-র ম্যাচে নিজেদের ঘরের মাঠে নাইটদের একেবারে দুরমুশ করে দিলেন পঞ্জাব স্পিনার যুযবেন্দ্র চাহাল। ১১১ রান করেও বোলাররা যদি ছন্দে থাকেন সেই ম্যাচ কীভাবে জিততে হয় তা দেখিয়ে দিলেন চাহাল। নাইটদের বিরুদ্ধে একাই চারটি উইকেট ঝুলিতে পুড়লেন তিনি। শুধু ম্যাচ জেতানোই নয়, একই সঙ্গে নাইট অলরাউন্ডার সুনিল নারিনকেও স্পর্শ করে ফেললেন তিনি।

আইপিএল-র ইতিহাসে মোট আটবার চার বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন চাহাল। এর আগে এই কৃতিত্ব ছিল সুনীল নারিনের দখলে। এখন থেকে নারিনের পাশে যুক্ত হল চাহালের নামও। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র এই নজির রয়েছে পঞ্জাব স্পিনারের।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন স্পিনার লাসিথ মালিঙ্গার। শ্রীলঙ্কার এই বোলার সাতবার চার বা তার বেশি উইকেট ঝুলিতে পুড়েছেন। মালিঙ্গার পরই রয়েছেন রাবাডা। তিনি মোট ছয় বার এই কৃতিত্ব অর্জন করেছেন। কিন্তু বর্তমানে রাবাডা আইপিএল- পঞ্জাব দলে থাকলেও পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে গিয়েছেন। চাহালের পরে দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে রয়েছেন অমিত মিশ্র। তিনি মোট পাঁচ বার এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

এদিকে আইপিএল-র ইতিহাস বলছে, যুযবেন্দ্র চাহাল বরাবরই নাইটদের বিপক্ষে বল হাতে জ্বলে উঠেছেন। এবারই প্রথম নয়, এর আগেও দুবার নাইটদের বিরুদ্ধে চারটি উইকেট ঝুলিতে পোড়ার নজির গড়েছিলেন তিনি।