চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এখন থেকেই ক্রিকেটের এই মেগা ইভেন্টকে ঘিরে টগবগ করে ফুটতে শুরু করেছে আসমুদ্র হিমাচলের আট-থেকে সমস্ত ক্রিকেটপ্রেমীরা। তবে এরই মধ্যে ঘোলা জলে মাছ ধরতে সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারির দলও।
এবারের আইপিএল-এর আসরে এখন অবধি সবচেয়ে বেশি টিকেটের দাম উঠেছে ক্রিকেটের এই মেগা ইভেন্টের অন্যতম সেরা দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচকে ঘিরে।
সুতরাং ধোনি, জাড্ডু, ঋতুরাজ বনাম হার্দিক, রোহিতদের লড়াই ঘিরে যখন এত উন্মাদনা, তখন আসরে নেমে পড়েছেন কালোবাজারিরাও। সূত্রের খবর, নিজেদের একটি ওয়েবসাইট খুলে এই ম্যাচের লোয়ার স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ দাম দেখাচ্ছে, ৮৫,৩৮০ টাকা।
আবার স্ট্যান্ডের কিছু টিকিটের দাম দেখাচ্ছে ১ লক্ষ টাকার বেশি। অথচ সংশ্লিষ্ট ওয়েবসাইটেই দিন কয়েক আগে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, চেন্নাই বনাম মুম্বই ম্যাচে লক্ষ টাকা দামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: ভুয়ো ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রতিবাদে কংগ্রেস]
এই টিকিটের সর্বোচ্চ দাম ওঠে ১ লক্ষ ২৩ হাজার টাকার বেশি। এমনকি চেন্নাই ম্যাচের সব হোম ম্যাচের টিকিটও পাওয়া যাবে এই ওয়েব সাইটে বলে জানানো হয়। তবে কি করে সরকারিভাবে টিকিট বিক্রি শুরুর আগে এই ওয়েবসাইটে টিকিট বিক্রি হচ্ছে তা নিয়েই চিন্তার ভাঁজ পড়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।