ad
ad

Breaking News

Chelsea F.C

Chelsea F.C: আর্থিক অনিয়মের অভিযোগে উয়েফার শাস্তির মুখে দুই ক্লাব

এটাই উয়েফার কোনও ক্লাবকে করা এক মরসুমে সর্বোচ্চ আর্থিক জরিমানা।

chelsea-fc-uefa-fine-barcelona-aston-villa-lyon-2025

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk:  ক্লাব বিশ্বকাপ চলছে। এরই মাঝে উয়েফার আর্থিক শাস্তি জরিমানার মুখে পড়তে চলেছে ইউরোপের শীর্ষ চারটি ক্লাব। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার এই আর্থিক জরিমানার কথা ঘোষণা করেছে উয়েফা। যে চারটি ক্লাবের জরিমানা হতে চলেছে তারা হল, ইংল্যান্ডের দুই ক্লাব চেলসি (Chelsea F.C) ও অ্যাস্টন ভিলা, স্পেনের বার্সেলোনা এবং ফ্রান্সের অলিম্পিক লিঁও।

[আরও পড়ুনঃ Chelsea F.C.: রুদ্ধশ্বাস লডাইয়ে ব্লুজদের কাছে হার ব্রাজিলিয়ান ক্লাবের]

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই চারটি ক্লাবের মধ্যে সবচেয়ে বেশি আর্থিক জরিমানা করা হয়েছে ব্লুজদের। মোট ৩১ মিলিয়ন ইউরো (৩৬.৫ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে তাদের। এটাই উয়েফার কোনও ক্লাবকে করা এক মরসুমে সর্বোচ্চ আর্থিক জরিমানা।

বার্সেলোনাকে করা হয়েছে ১৫ মিলিয়ন ইউরো (১৭.৭ মিলিয়ন ডলার)। মনে করা হচ্ছে, কাতালানদের আর্থিক ক্ষতি বেশি হওয়ার কারণেই উয়েফার শাস্তির মুখে পড়ল স্পেনের ক্লাবটি। উয়েফা সূত্রে জানা গিয়েছে, চেলসি এবং বার্সা যদি ভবিষ্যতের জন্য তাদের আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে তারা আরও বড় আর্থিক জরিমানার মুখে পড়তে পারে। চেলসির বিপক্ষে মূলত যে বড় অভিযোগ রয়েছে যার জন্য তাদের জরিমানার মুখে পড়তে হল, সে দুটি হল ‘ব্রেক-ইভেন’ মানদণ্ড পূরণ না করতে পারায়, অপরদিকে ১১ মিলিয়ন ইউরো (১৩ মিলিয়ন ডলার) ক্লাব আয়ের ৮০ শতাংশের বেশি ‘স্কোয়াড খরচে’ (ট্রান্সফার ফি ও বেতন) ব্যয় করার জন্য।(Chelsea F.C)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

অপর দিকে অ্যাস্টন ভিলাকে জরিমানা দিতে হবে ১১ মিলিয়ন ইউরো (১৩ মিলিয়ন ডলার)। এছাড়া অলিম্পিক লিঁওকে জরিমানার জন্য দিতে হবে ১২.৫ মিলিয়ন ইউরো (১৪.৭ মিলিয়ন ডলার)।