চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk:না, চলতি বছরের ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই তাদের অভিযান শেষ করল ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। এই ক্লাব বিশ্বকাপের আসরে দারুণ শুরু করেছিল তারা। তারই জেরে শেষ আটে জায়গা পেয়েছিল ব্রাজিলের ক্লাবটি। কিন্তু শেষ আটেই তাদের দৌড়কে থামিয়ে দিল আঞ্জে মার্সেকার দল চেলসি (Chelsea F.C)। খেলার ফল ২-১।
শনিবার সকালে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডের ম্যাচের শুরু হয় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত দুই পর্তুগিজ ফুটবলার দিয়াগো সিলভা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার প্রতি শ্রদ্ধা জানিয়ে। জটার প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে চেলসির পর্তুগিজ ফুটবলার পেদ্রো নেতো নিহত দুই ফুটবলারের জার্সি নিয়ে মাঠে আসেন। (Chelsea F.C)
[আরও পড়ুনঃ Migrant Workers: পরিযায়ী শ্রমিকদের পাশে তৃণমূল, বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে লড়াই আদালতে ]
ম্যাচের ১৬ মিনিটেই তাদের প্রথম গোল পেয়ে যায় চেলসি। ব্লুজদের হয়ে প্রথম স্কোরশিটে নাম তোলেন অভিজ্ঞ কোলে পারমার। ট্রেভো চ্যালেবারের কাছ থেকে বল পেয়ে পালমেইরাসের জালে বল জড়ান পারমার। এই গোলের পর আরও ব্যবধান বাড়ানোর জন্য চেলসি আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে। কিন্তু কপাল খারাপ তাদের। প্রথমার্ধে আর কোনও গোলের দেখা পাইনি ব্লুজরা।(Chelsea F.C)
অপর দিকে ব্রাজিলের ক্লাবটি ম্যাচের শুরু থেকেই প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলতে শুরু করে। মূলত ব্রাজিলের দলটি শুরু থেকেই তাদের রক্ষণ সামলানোর ওপর জোড় দিতে থাকে। এই অর্ধে তাদের রক্ষণভাগের খেলোয়াড়দের ডিফেন্সিভ দক্ষতা নজর কাড়ে সকলের। তবে শেষ পর্যন্ত পালমেইরাসের ডিফেন্ডাররা সেটা ধরে রাখতে পারেননি।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা গড়ানোর মিনিটে সাতেক বাদেই সমতায় ফেরে পালমেইরাস। ব্রাজিলের দলটিকে সমতায় ফেরান এস্তেভাও। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া দুরন্ত শট জড়িয়ে যায় চেলসির জালে। গোল করে এস্তেভাও চেলসি কর্তাদের বুঝিয়ে দেন আগামী মরসুমে তাঁকে দলে নিয়ে খুব একটা ভুল করেননি ব্লুজ কর্তারা।
এরপর কাঙ্খিত গোলের দেখা পাওয়ার জন্য পালমেইরাসের আক্রমণভাগের ওপর আরও চাপ বাড়াতে থাকেন কোলে পারমাররা। ম্যাচের ৮৩ মিনিটে পালমাইরাসের বিপদ ডেকে আনেন তাদেরই দলের ফুটবলার গিয়াই। নিজের জালে বল জড়িয়ে দলকে ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে দিলেন তিনি।
প্রসঙ্গত, ক্লাব বিশ্বকাপে এর আগেও চেলসি এবং পালমেইরাস পরস্পরের মুখোমুখি হয়েছিল ২০২২ সালে। সেবারও ম্যাচে শেষ হাসি হেসেছিল ইংল্যান্ডের ক্লাবটি। এবং সেই ম্যাচেও ব্যবধান ছিল ২-১। তবে মোট ১০ বার চেলসি ও পালমেইরাস পরস্পরের মুখোমুখি হলেও দুই দল জয় পায় ৫টি করে ম্যাচে।(Chelsea F.C)
এবার শেষ চারের লড়াইয়ে মার্সেকার দলকে খেলতে হবে ব্রাজিলেরই অপর ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে। যারা কোয়ার্টার ফাইনালে সৌদির ক্লাব আল-হিলালকে পরাজিত করে।