ছবি : সংগৃহীত
Bangla Jago Desk : ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘদিনের লড়াই শেষে বিদায় নিলেন মোহনবাগানের প্রাক্তন কোচ টিকে চাত্তুনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ দেশের ফুটবল মহল। কেরাল থেকে আসা চত্তুনি মোহনবাগান ব্রিগেডের প্রতি তাঁর ভূমিকা ছিল অপরিসীম। প্রাক্তন এই কোচ প্রথমবার এনে দিয়েছিলেন সবুজ-মেরুন শিবিরে প্রথমবারের জন্য জাতীয় লিগের শিরোপা।
[ আরও পড়ুন – T20 Worldcup: বিশ্বকাপ খেলতে গিয়ে অব্যবস্থার শিকার রোহিতরা]
সালটা ছিল ১৯৯৭ যখন তাঁর প্রতিনিধিত্বে ইস্টবেঙ্গলকে হারিয়ে ফেডারেশন কাপ জিতেছিল সালগাওকার। এরপর অমল দত্তের বদলে তাঁকে দলের নতুন কোচ হিসেবে চাত্তুকে বাগান শিবিরে নিয়ে আসা হয়েছিল। এবং সেই বছরই মোহনবাগান তাদের প্রথম জাতীয় লিগে জিতে তাক লাগিয়ে দেন সকলকে।
[ আরও পড়ুন – Bengal Pro T20 League: ফাঁকা ইডেনে শুভারম্ভ লিগের ! মঙ্গলে সূচনা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ]
কেরলের চাত্তুনি ভাস্কো খেলেছিলেন সেকেন্দ্রাবাদের হয়েও। এছাড়াও জাতীয় দলেও খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর ১৯৭৩ সালে মারডেকা কাপে ভারতীয় দলের সদস্য হিসেবে শিবিরেও যোগ দিয়েছিলেন তিনি।
[ আরও পড়ুন – T20 World Cup 2024: আমেরিকার বিরুদ্ধে জয় দিয়েই পরের রাউন্ডে যেতে চায় ভারত ]
তাছাড়াও টিকে চাত্তুনি সন্তোষ ট্রফি খেলেছেন সার্ভিসেস, গোয়া ও মহারাষ্ট্রের হয়ে। কোচিং জীবনে একাধিক ক্লাবের দ্বায়িত্বে ছিলেন তিনি। কলকাতায় শহরে এলেই সবুজ-মেরুন তাঁবুতে বেড়াতে যেতেন চাত্তুনি। তাঁর মৃত্যুর এই সংবাদে শোকের ছায়া নেমে এসেছে মোহনবাগানের সবুজ-মেরুন শিবিরেও।