ad
ad

Breaking News

Nasser Hussain

Nasser Hussain: আইপিএল-এ অধিনায়কত্বই শুভমনকে অনেক পরিণত করেছে : নাসের হুসেন

শুক্রবার ব্যাটিং করতে নেমে ভারতের হয়ে দুরন্ত শতরান করেন অধিনায়ক শুভমন গিল ও আর এক ওপেনার যশস্বী জয়সওয়াল।

nasser hussain captaincy in ipl has transformed shubman a lot

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: হেডিংলেতে গত শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্টের সিরিজের  প্রথম টেস্ট। টসে হেরে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। শুক্রবার ব্যাটিং করতে নেমে ভারতের হয়ে দুরন্ত শতরান করেন অধিনায়ক শুভমন গিল ও আর এক ওপেনার যশস্বী জয়সওয়াল। ভারতীয় অধিনায়কের দুরন্ত এই ইনিংস দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন-ও (Nasser Hussain)।

[আরও পড়ুনঃ Nasser Hussain: আইপিএল-এ অধিনায়কত্বই শুভমনকে অনেক পরিণত করেছে : নাসের হুসেন]

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জানান, ‘শুভমনকে এই অবস্থায় দেখে খুব ভাল লাগছে। আইপিএল-এর আসরে গুজরাট টাইটান্সের হয়ে ও দারুণভাবে অধিনায়কত্ব করেছিল। এবং তার ফলে শুভমন এখন অনেক পরিণত একজন ক্রিকেটার হয়ে উঠেছে। ইংল্যান্ডের প্রথম টেস্টে ওর ব্যাটিং দিয়ে সে কথাই প্রমাণ করে দিল শুভমন। আমি আশাবাদী আগামী দিনে শুভমন আরও পরিণত হয়ে উঠবে।’ (Nasser Hussain)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]

এদিকে হেডিংলেতে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা পোস্ট করেছেন ভারতের প্রাক্তন দুই অধিনায়ক শচীন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়।

শচীন তাঁর বার্তায় লেখেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ জানাই যশস্বী ও শুভমনকে। দুরন্ত শতরান পূর্ণ করেছে। ওদের দুজনের এই ইনিংস দেখে আমার মনে পড়ে যাচ্ছিল সেই ২০০২ সালের কথা। যখন ভারতীয় দলের হয়ে আমি, সৌরভ ও দ্রাবিড় সেঞ্চুরি হাঁকিয়েছিলাম। আমি ১৯৮ ও সৌরভ ১২৮ ও দ্রাবিড় ১৪৮ রান করেছিল। এবং শেষমেষ আমরা ম্যাচটাতে ৪৬ রানে জয় পেয়েছিলাম। এই শুভমন এবং যশস্বীর সেই ব্যাটিং আমাকে সেই স্মৃতিই যেন ফের মনে করিয়ে দিল।’

অপর দিকে শচীনের মত টিম ইন্ডিয়ার প্রশংসা করেছেন আর এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-ও। সোশ্যাল মিডিয়ায় মহারাজ লেখেন,  ‘হায় চ্যাম্প, দারুণ শুরু করেছ। আমার তো মনে হচ্ছে ২০০২ সালে আমরা তিনজন আমি, শচীন ও দ্রাবিড় সেঞ্চুরি করেছিলাম। এবার দেখছি সেই সংখ্যাটা চার হয়ে যাওয়র সম্ভাবনা রয়েছে।’