ad
ad

Breaking News

Dubai

ছবি তুলতে দিলেন না বিশ্ব চ্যাম্পিয়ন ,কারণ শুনলে অবাক হবেন সকলে

আরবভূমি দুবাইয়ে এবার থেকেই বসতে চলেছে টি১০০ ট্রায়াথলন চ্যাম্পিয়ন্সশিপের আসর।

Cameramen are not allowed to take pictures even though they are world champions

চিত্রঃ সংগ্রহিত

Bangla Jago Desk: আরব ভূমি দুবাইয়ে এবার থেকেই বসতে চলেছে টি১০০ ট্রায়াথলন চ্যাম্পিয়ন্সশিপের আসর। সেই চ্যাম্পিয়ন্সশিপের আসরে একইসঙ্গে থাকে সাঁতার কাটা, দৌড়নো এবং সাইকেলিং। এই টুর্নামেন্টে এবার নাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট টেলর নিব। প্রতিযোগিতায় নাম দিয়ে সে চ্যাম্পিয়ন হওয়ার খেতাবও জয় করে। কিন্তু তাঁর খেতাব জয়ের মাঝেই এক চিত্রগ্রাহক, নিবের ছবি তুলতে গেলে, তাঁকে বারণ করেন তিনি। কিন্তু কেন? যার কারণ শুনলে অনেকেই হয়তো অবাক হবেন।

কারণটা হল, এই টুর্নামেন্টে যখন দৌড় প্রতিযোগিতা চলছিল, তখনই মলত্যাগ করে ফেলেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট। এবং এই কারণেই তিনি চিত্রসাংবাদিককে তাঁর পিছন দিককার ছবিও তুলতে নিষেধ করেন।

অবশ্য ওই চিত্র সাংবাদিক নিবের কথার অমান্য করেননি। তিনি তাঁর পিছন দিককার কোনও ছবি তোলেননি। তবে এই ঘটনা আটকাতে পারেননি অ্যাথলেট নিব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি যে চিত্র সাংবাদিককে বারণ করেছিলেন, সেই কথপোকথন ছড়িয়ে পড়ে মুহূর্তে।

উল্লেখ্য, নিব সাইকেলিং-এ অন্যদের থেকে আগগোড়া এগিয়ে থেকেই প্রতিযোগিতা শেষ করলে, সাঁতারে প্রথমে অন্য প্রতিযোগীদের থেকে বেশ খানিকটা পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে সবাইকে পিছনে ফেলে বাজিমাত করেন।