ad
ad

Breaking News

Bumrah

সেরা ফর্মের ব্র্যাডম্যানও পার পেতেন না বুমরার কাছে :  গিলক্রিস্ট

বুমরাকে যখন প্রশংসায় ভাসিয়ে দিলেন গিলক্রিস্ট, সেই সময় তাঁর সঙ্গে নিজের তুলনায় যেতে রাজি নন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব

Bradman at his best couldn't match Bumrah: Gilchrist

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে পাঁচ টেস্টের সিরিজে দুরমুশ হয়েছে। কিন্তু মেন-ইন-ব্লুজদের হয়ে একা অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে নজর কেড়েছেন ভারতীয় দলের পেসার যশপ্রীত বুমরা। শুধু বল হাতেই নয়, বুমরা নজর কেড়েছেন ব্যাট হাতেও। পারথ থেকে সিডনি বুমরার সেই লড়াই যেন সিরিজ শেষ হয়ে গেলেও ভুলতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।

বুমরার প্রশংসা করে গিলি জানান, ‘বিশ্ব ক্রিকেটের লিজেন্ড ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যান তাঁর সেরা ছন্দে থাকলেও, বুমরা তাঁকে নাস্তানাবুদ করে ছাড়তেন। ফলে স্যারের ব্যাটিং গড়-ও কমে যেত। প্রসঙ্গত, বুমরা কামিন্সদের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে মোট ৩২টি উইকেট ঝুলিতে পুড়েছেন। ফলে স্বাভাবিকভাবেই সিরিজের সেরার পুরস্কারের মুকুটও শোভা পেয়েছে তাঁর মাথায়। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এই সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র বুমরাকেই সমীহ করেছেন।’

[আরও পড়ুনঃশুরু হল সিএবি পরিচালিত অনুর্ধ-১৬ মহিলা স্কুল টুর্নামেন্ট] 

গিলি আরও বলেন, ‘যদি কেউ জিজ্ঞেস করেন, এই সিরিজে অসাধারণ পারফরম্যান্স করা বুমরাকে আপনি কত নম্বর দেবেন? তাহলে আমি বলব, বুমরাকে কোনও নম্বরই দেব না। কেন দেব না? তার কারণ হচ্ছে, বুমরা সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতে যেভাবে পারফরম্যান্স করেছেন, তাতে ও সমস্ত নম্বরের ঊর্ধেব। আর স্যার ডন ব্র্যাডম্যান যখন চূড়ান্ত ফর্মে ছিলেন, সেই সময় যদি বুমরার মুখোমুখি হতেন, আমি নিশ্চিত স্যারের ব্যাটিং গড় ৯০ স্পর্শ করত না। ওটা ৩৫-র মধ্যেই থেকে যেত।’

[আরও পড়ুনঃ সাবধান! ক্যান্ডি ক্রাশ-টিন্ডারের মতো অ্যাপেও লুকিয়ে হ্যাকিংয়ের ফাঁদ] 

এদিকে বুমরাকে যখন প্রশংসায় ভাসিয়ে দিলেন গিলক্রিস্ট, সেই সময় তাঁর সঙ্গে নিজের তুলনায় যেতে রাজি নন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। কপিল জানান, ‘আমি আপনাদের অনুরোধ করছি দয়া করে বুমরার সঙ্গে আমার তুলনা করবেন না। আজকের দিনে একদিনের ক্রিকেটে বর্তমানে অনেক রান ওঠে। এমনকি ৩০০ রান ওঠাটাও স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সময়ে সেটা হত না। কাজেই কারোর সঙ্গে কারোর তুলনা না করাই শ্রেয়।’