ad
ad

Breaking News

Hazlewood

অ্যাডিলেড টেস্টের আগেই বড় ধাক্কা অজি শিবিরে, ছিটকে গেলেন হ্যাজালউড

চলতি বছরের বর্ডার-গাভাসকর পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে হেরে এমনিতেই চাপে ছিল অস্ট্রেলিয়া।

Big blow to Aussie camp ahead of Adelaide Test, Hazlewood dropped

Bangla Jago Desk: চলতি বছরের বর্ডার-গাভাসকর পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে হেরে এমনিতেই চাপে ছিল অস্ট্রেলিয়া। তার ওপর আবার অ্যাডিলেড টেস্ট শুরু হওয়ার আগেই বড় ধাক্কা প্যাট কামিন্স শিবিরে। চোটের কারণে পিঙ্ক বলের দিবারাত্র টেস্ট থেকে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গেলেন এই পেসার। কোমরে চোটের কারণেই ছিটকে যেতে হল জস হ্যাজেলউডকে।

[আরও পড়ুনঃ মাসের শেষ দিনে কেমন কাটবে সময়? একনজরে দেখে নিন আজকের রাশিফল

তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া শিবিরে ডাকা হয়েছে দুই তরুণ ক্রিকেটারকে। এঁরা হলেন শেন অ্যাবট ও ব্রেন্ডন ডগেটকে। তবে শিবিরে ডাকা হলেও এই দুই ক্রিকেটারকে চূড়ান্ত একাদশে দেখা যাবে কি না তা এখনও নিশ্চিত নয়। কেননা অস্ট্রেলিয়া দলে রয়েছেন স্কট বোলান্ডের মতো বোলাররা। সূত্রের খবর, অ্যাডিলেড টেস্টে বোলান্ডের ওপরই নাকি ভরসা রাখতে চাইছেন অজি টিম ম্যানেজমেন্ট।

[আরও পড়ুনঃ দর্শকদের মনোরঞ্জন করলেও মণিপুরের ঘটনায় মন ভালো নেই সার্কাস শিল্পীদের

প্রসঙ্গত, পারথ টেস্টে বুমরা-বিরাটদের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একমাত্র সফল বোলার ছিলেন হ্যাজেলউড-ই। দুই ইনিংস মিলিয়ে মোট ৩৪ ওভার বল করে মোট ৫টি উইকেট ঝুলিতে পোড়েন তিনি। সুতরাং অ্যাডিলেড টেস্টে তাঁর না থাকাটা অস্ট্রেলিয়া শিবিরে যে একটি বড় ধাক্কা তা অস্বীকার করার কোনও উপায় নেই। অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, চোটের কারণে দল থেকে ছিটকে গেলেও আপাতত দলের সঙ্গেই থাকবেন হ্যাজেলউড।