চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচে হংকংয়ের কাছে হারতে হয় ভারতকে। মানালো ব্রিগেডের এই হারের পরেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সমালোচনায় মুখর হয়ে উঠলেন প্রাক্তন জাতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। একটি বহুল প্রচলিত ইংরেজি সংবাদমাধ্যমকে তাঁর ক্ষোভের কথা জানালেন পাহাড়ি বিছে।
নিজের ক্ষোভের কথা জানাতে গিয়ে বাইচুং প্রথমেই নিশানা করেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যান চৌবেকে। তাঁর সমালোচনা করে প্রাক্তন জাতীয় অধিনায়ক বলেন, ‘ভারতীয় ফুটবলকে যদি এখনই বিপদের হাত থেকে রক্ষা করতে হয়, তাহলে সবার প্রথম বর্তমান এআইএফএফ প্রেসিডেন্ট কল্যান চৌবেকে পদত্যাগ করতে হবে। না হলে ভারতীয় ফুটবলের কোনও উন্নতি সম্ভব নয়।’
শুধু তাই নয়, গতকাল ম্যাচের আগে ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ম্যাচ জিতলে ফুটবলারদের ৫০,০০০ হাজার মার্কিন ডলার যে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, সেই প্রসঙ্গেও প্রশ্ন তুলে তারও কড়া সমালোচনা করেন পাহাড়ি বিছে। এই বিষয়ে বাইচুং ( Bhaichung Bhutia) জানান, ‘আমাদের কাছে খবর আছে যে, বর্তমান ভারতীয় দলের ফুটবলাররা তাঁদের ২,৫০০ টাকা দৈনিক ভাতাটুকু পর্যন্ত পান না। এটা একেবারেই উচিত নয়। দেখুন একই দেশের খেলোয়াড় হয়ে ক্রিকেটারদের সঙ্গে বিসিসিআই-র কেন্দ্রীয় একটা চুক্তি রয়েছে। সেখান থেকে তাঁরা আর্থিক সুবিধা পান। অথচ ফুটবলারদের ক্ষেত্রে সেরকম কিছু নেই। ফেডারেশনের কর্তারা কি জানেন না, যে ফুটবলাররা কোটি কোটি টাকা আয় করেন না। সুতরাং তাঁদের বিষয়টি অবশ্যই ভাবা উচিত ফেডারেশন কর্তাদের। কিন্তু কোথায় কি! এইসব না ভেবে তাঁরা শুধু বড় বড় কথা বলে যান।’
[লিঙ্কঃhttps://www.facebook.com/Banglajagotvofficial ]
এখানেই শেষ নয়, বাইচুং আরও জানান, ‘খেলোয়াড়দের দৈনিক ভাতা দিতে না পারলেও কর্তাদের এই নিয়ে কোনও হেলদোল নেই। অথচ দেখুন হংকং ম্যাচের আগে আচমকাই ৫০,০০০ হাজার আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা হয়ে গেল। আমার প্রশ্ন হল, এই টাকা এখন কোথা থেকে এল? এটা হংকং ম্যাচে আগাম জয় ও তার পাশাপাশি বাকি চারটি ম্যাচের জন্য কি আর্থিক পুরস্কার? তবে আমি মনে করি, এটা কোনও সঠিক সিদ্ধান্ত হতে পারে না।’
এখানেই শেষ নয়, বাইচুং আরও জানান, ‘২০২৩ সালে ভারত ফিফা তালিকায় ৯৯ নম্বর স্থানে ছিল। সেই বছর ইন্টারকন্টিনেন্টাল কাপ, থ্রি নেশন টুর্নামেন্ট, সাফ চ্যাম্পিয়নশিপ জিতলেও, তখন থেকেই ভারতীয় ফুটবলের অবক্ষয় শুরু হয়েছে।’
তবে ইতিমধ্যে শুধু বাইচুং ভুটিয়া নন, অনেক ফুটবল বিশেষজ্ঞই মনে করছেন, কল্যাণ চৌবের আমলে ভারতীয় ফুটবলে উন্নতি কিছু হয়নি। বরংঞ্চ ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে ভারতীয় ফুটবল। সুতরাং সময় থাকতে থাকতে এখন কল্যাণ জমানার অবসানই চাইছেন তাঁরা।