ad
ad

Breaking News

Beau Webster

Beau Webster: “একটাই পরিকল্পনা থাকে” কঠিন পরিস্থিতি থেকে অজিদের বার করে দাবি ওয়েবস্টারের

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অজিরা। তবে এবারও প্রথম টেস্টের মতো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা।

Beau Webster shines in second Test vs West Indies

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: গ্রেনেডার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অজিরা। তবে এবারও প্রথম টেস্টের মতো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা। তবে ফের সেখান থেকে দলকে তুলে আনেন বিউ ওয়েবস্টার। অ্যালেক্স কেড়ির সঙ্গে পার্টনারশিপ গড়ে স্কোরবোর্ডে একটি লড়াকু টোটাল তোলেন (Beau Webster)।

আরও পড়ুনঃ Cooch Behar: রাতের অন্ধকারে চলল গুলি, কোচবিহারে আক্রান্ত তৃণমূল কর্মী

স্কোর যখন ৯৩, তখন অস্ট্রেলিয়া নিজেদের চতুর্থ উইকেটটি হারায় ক্যামেরন গ্রিনের রূপে। এরপরই ক্রিজে আসেন বিউ ওয়েবস্টার। কিছুক্ষণ পর প্যাভিলিয়নে ফিরে যান ট্র্যাভিস হেড। এরপর অ্যালেক্স কেড়িকে নিয়ে পরিস্থিতি সামাল দেন ওয়েবস্টার। ১১৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি, যার মধ্যে রয়েছে ৬টি চার এবং একটি ছয়। অন্যদিকে কেড়ির সংগ্রহ ৮১ বলে ৬৩। তিনি হাকিয়েছেন মোট দশটি চার এবং একটি ছয়। দুজনের পার্টনারশিপের উপর ভর করে বড় বিপর্যয় এড়াতে সফল হয় অজিরা (Beau Webster)।

তবে কেড়ি ঝড়ের গতিতে রান করলেও অজি ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে বিউ ওয়েবস্টারের ব্যাটিং। যেভাবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে তিনি একের পর এক ধৈর্যশীল ও সাজানো-গোছানো ইনিংস খেলে চলেছেন, তাঁর প্রশংসা করেছেন সকলে। গত টেস্টেও ব্যাটিং বিপর্যয়ের পর ওয়েবস্টার পরিস্থিতি সামাল দিয়েছিলেন। এবারও সেই একই কাজ করলেন তিনি। তাঁর এই ধারাবাহিকতা এখন একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে অজি ক্রিকেটমহলে। অনেকেই মনে করছেন যে সময়ের সঙ্গে সঙ্গে তিনি দলের ব্যাটিং অর্ডারের স্তম্ভ হয়ে উঠবেন (Beau Webster)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

প্রথম দিনের খেলা শেষে ওয়েবস্টার এই ইনিংস প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, “পরিস্থিতি যাই হোক না কেন আমার পরিকল্পনা একই থাকে। স্টাম্পে বল না থাকলে আমি রান করার চেষ্টা করি। আমার মনে হয় আমার পরিকল্পনা কাজে এসেছে এবং আমি ঠিক পথেই এগোচ্ছি।” এরপরই দলের হয়ে অবদান রাখা সম্পর্কে প্রশ্ন করা হলে ওয়েবস্টার বলেন, “এটা আমার ষষ্ঠ টেস্ট। এর আগে চারটেতে জিতেছি এবং একটিতে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। যখন আপনি দলের জয়তে অবদান রাখেন, তখন সেই অনুভূতিটা বেশ ভালো হয়। আমিও সেটাই করে যেতে চাই এবং দলের সঙ্গে যতদিন সম্ভব থেকে যেতে চাই (Beau Webster)।”

প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ২৮৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৬৮ ওভার শেষ হওয়ার আগে। সর্বোচ্চ ৬৩ রান করেন অ্যালেক্স কেড়ি। এছাড়া বিউ ওয়েবস্টার করেন ৬০। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে চারটি উইকেট পান আলজারি জোসেফ। এছাড়া জেডেন সিলস তোলেন দুটি উইকেট। একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন শামার জোসেফ, অ্যান্ডার্সন ফিলিপ এবং জাস্টিন গ্রিভস। এবার দেখার বিষয় কত রানে শেষ হয় উইন্ডিজদের প্রথম ইনিংস (Beau Webster)।