ad
ad

Breaking News

BCCI

বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করল বিসিসিআই

মঙ্গলবার সেই সফরের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

BCCI announces schedule for Bangladesh tour

Bangla Jago Desk: আগামী আগস্ট মাসে বাংলাদেশ সফরে যাবে টিম ইন্ডিয়া। মঙ্গলবার সেই সফরের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বাংলাদেশ সফরে গৌতম গম্ভীরের দল খেলবে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ।

আগামী ১৭ আগস্ট প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দল মাঠে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মীরপুর স্টেডিয়ামে। এরপরের দুটি একদিনের ম্যাচ খেলতে ভারত মাঠে নামবে যথাক্রমে ২০ এবং ২৩ আগস্ট। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মীরপুর ও চট্টোগ্রামে।

গৌতির দল টাইগার্সদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলবে চট্টগ্রামে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট। তার পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৯ ও ৩১ আগস্ট। ম্যাচ দুটি হবে মীরপুর ও চট্টোগ্রামে।