চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: একি শুনি আজি মন্থরার মুখে… অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ শুরু হওয়ার আগেই সে দেশের সংবাদ মাধ্যেমের বিরাট বন্দনা। মনে করিয়ে দিল মাইকেল মধুসুদন দত্তের বিখ্যাত কবিতার সেই লাইনকে।
[আরও পড়ুন: Jharkhand: রাত পোহালেই ভোট, তার আগে ঝাড়খণ্ডে অ্যাকশনে ইডি!]
আগামী ২২ নভেম্বর থেকে পার্থ টেস্টের মাধ্যমে শুরু হবে চলতি বছরের বর্ডার-গাভসকর ট্রফি। এই সিরিজ শুরু হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছে মাঠের বাইরের যুদ্ধ। এবার সেই তালিকায় নাম লেখাল ক্যাঙারু দেশের এক সংবাদপত্রও। তবে তারা ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা না করে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। যা দেখে হতবাক গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।
ইতিমধ্যে এই সিরিজে অংশ নেওয়ার জন্য গত সোমবারই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি সহ বেশ কিছু ক্রিকেটার। সে দেশে বিরাট পৌঁছনো মাত্রই কোহলির বন্দনায় প্রশংসায় ভরিয়ে দিলেন অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র। তাদের প্রথম পাতায় ভারতীয় ব্যাটসম্যান বিরাটের ছবি দিয়ে ইংরেজির পাশাপাশি হিন্দিতেও ক্যাপশনে লিখেছ যুগে কে লড়াই। বিরাটের পাশাপাশি এই সংবাদপত্র প্রশংসা করেছে তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালেরও। তরুণ ক্রিকেটারকে অভিহিত করা হয়েছে নভম রাজা বলে। এই দুজনের প্রশংসা করা হলেও তালিকায় স্থান পাননি রোহিত ও বুমরার মতো ক্রিকেটাররা।
প্রসঙ্গত, চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির দুই দেশের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপে নিজেদের জায়গা পাকা করে নিতে ভারতকে এই সিরিজ জিততেই হবে। ১৯৯৬- ৯৭ সাল থেকে শুরু হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির মুখোমুখি লড়াইয়ে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে। পাশাপাশি গত বছর সিরিজ হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে অজিদের সামনে।
[আরও পড়ুন: Maharashtra: ‘বিজেপির বিরুদ্ধে মিথ্যে প্রচার রাহুলের’, কমিশনে গেরুয়া শিবির]
অজি সংবাদপত্র যখন বিরাট-যশস্বীর বন্দনায় মাতোয়ার, তখন তাঁর ২৪ ঘণ্টা আগেই বিরাটের ফর্ম নিয়ে মাঠের বাইরের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং ও গৌতম গম্ভীর। সুতরাং মাঠের লড়াইয়ের পাশাপাশি এই সিরিজ ঘিরে জমে উঠেছে মাঠের বাইরের যুদ্ধও।