ad
ad

Breaking News

এশিয়ান গেমস

ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন সুতীর্থা-ঐহিকা

Bengla Jago Desk: তীরে এসে ডুবল তরী। তারপরেও এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন দুই বঙ্গকন্যা সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়। সুঅউং চা ও সুগঅউং পাকের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধে হেরে গেলেন সুতীর্থা-ঐহিকা। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে টানটান ম্যাচ খেলে ব্রোঞ্জ জিতল ভারত। ফলাফল ৭-১১, ১১-৮, ৭-১১, ১১-৮, ১১-৯, ১১-২। এশিয়ান গেমসে প্রথম বার মেয়েদের ডাবলসে কোনও পদক এল […]

Bengla Jago Desk: তীরে এসে ডুবল তরী। তারপরেও এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন দুই বঙ্গকন্যা সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়। সুঅউং চা ও সুগঅউং পাকের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধে হেরে গেলেন সুতীর্থা-ঐহিকা। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে টানটান ম্যাচ খেলে ব্রোঞ্জ জিতল ভারত। ফলাফল ৭-১১, ১১-৮, ৭-১১, ১১-৮, ১১-৯, ১১-২। এশিয়ান গেমসে প্রথম বার মেয়েদের ডাবলসে কোনও পদক এল ভারতীয় টেবিল টেনিসে।উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দাপটের সঙ্গে খেলেছিলেন সুতীর্থা-ঐহিকা।

১১-৭ গেমের সুবাদে ১-০ তে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ভালো খেললেও প্রতিপক্ষকে আটকাতে ব্যর্থ হন দুই বঙ্গকন্যা। যার ফলে ফলাফল ১-১ হয়। ৮-১১ তে গেম জেতে সুঅউং চা ও সুগঅউং পাক। এরপর তৃতীয় গেমে আবার এগিয়ে যায় ভারত। ১১-৭ স্কোর করে ২-১ স্কোরলাইনে এগিয়ে যায় সুতীর্থারা। চতুর্থ গেমে ১১-৮-এর মাধ্যমে ফের সমতা ফেরে উত্তর কোরিয়া। স্কোর ২-২।পঞ্চম গেম ছিল সবথেকে বেশি রোমাঞ্চকর। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। তবে স্কিল এবং স্নায়ুযুদ্ধে কিছুটা এগিয়ে ছিল সুতীর্থা ও ঐহিকা।

যার ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ১১-৯ ব্যবধানে জিতে ৩-২ এগিয়ে যায় উত্তর কোরিয়া। ষষ্ঠ গেমে ১১-৫ স্কোর করে ৩-৩ স্কোরলাইন করে সমতায় ফেরেন সুতীর্থা-ঐহিকা। এরপর ফাইনাল রাউন্ডে অবশ্য জমি ধরে রাখতে পারেননি দুই বঙ্গকন্যা। ১১-২ স্কোর করে কার্যত ফাইনালের টিকিট নিশ্চিত করেন উত্তর কোরিয়ার সুঅউং চা ও সুগঅউং পাক। ফলে টিটি-তে ভারতের সোনা জয়ের স্বপ্ন একপ্রকার অধরাই থেকে যায়।

Free Access