ad
ad

Breaking News

উদ্বোধন

জাঁকজমকে উদ্বোধন হল এশিয়ান গেমসের

Bangla Jago Desk: এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলো । জমকালো আয়োজনে ১৯তম গেমসের যাত্রা হলো চীনের হাংঝৌ  শহরে। গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হলেও গেমসের বেশ কয়েকটি খেলা শুরু হয়ে গেছে ১৯ সেপ্টেম্বর। ক্রিকেট, ফুটবল,  টেবিল টেনিস, বিচ ভলিবল ও ইনডোর ভলিবল শুরু হয়েছে উদ্বোধনের আগেই। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা উত্তোলনে ছিলেন লভলীনা ও […]

Bangla Jago Desk: এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলো । জমকালো আয়োজনে ১৯তম গেমসের যাত্রা হলো চীনের হাংঝৌ  শহরে। গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হলেও গেমসের বেশ কয়েকটি খেলা শুরু হয়ে গেছে ১৯ সেপ্টেম্বর। ক্রিকেট, ফুটবল,  টেবিল টেনিস, বিচ ভলিবল ও ইনডোর ভলিবল শুরু হয়েছে উদ্বোধনের আগেই। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা উত্তোলনে ছিলেন লভলীনা ও হরমনপ্রীত । ডিজিট্যাল লাইট আর গ্রাফিক্স দিয়ে উদ্বোধনেই চমকে দিল চিন। স্টেডিয়ামে উপস্থিতি ছিলেন চিনা প্রেসিডেন্ট শি জিং পিং।

চার বছর আগে এই এশিয়ান গেমস থেকে ৭০টি পদক নিশ্চিত  করেছিল ভারত। তবে  এবার ভারতের  লক্ষ্য ১০০। এশিয়ান গেমসের  সূচনা হয়েছিল ভারতে ১৯৫১ সালে। এটি ১৯তম আসর, সেই মেগা ইভেন্টে ছিল একাধিক চমক। আধুনিকতার ছোঁয়া ছিল বিস্তর । সঙ্গে সংস্কৃতি কোন স্তরে পৌঁছে গিয়েছে দেখাল চিন । তারা প্রযুক্তির ব্যবহার ঘটিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং লেজার শো-র মাধ্যমে।

কিভাবে খেলার গতি বেড়েছে, পাশাপাশি জীবনের চলার ছন্দে প্রযুক্তি কত সুন্দরভাবে পাশে রয়েছে, সেটিও শনিবার দেখা গিয়েছে গেমসের সূচনায়।আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স  ব্যবহার বেশ ভালভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। কার্বন নিঃসরণ কমানোর জন্য বিশেষ  উদ্যোগ নেওয়া হয়েছিল । ছিল‌না আতশবাজির প্রদর্শন। , এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম।  মার্চ পাস্টে ভারতীয়দের পরনে ছিল খাকি রংয়ের পোশাক। মেয়েরা জন্য ছিলন শাড়ি ও ছেলেরা কুর্তা।