Bengla Jago Desk: বৃহস্পতিবারের শুরুতেই ফের সোনা পেল ভারত। তিরন্দাজিতে দেশকে সোনার পদক এনে দিলেন ভারতের মেয়েরা। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় মহিলা দল। সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কৌর। এনিয়ে তিরন্দাজিতে দ্বিতীয় সোনা পেল ভারত।অদিতির শুরুটাও ভাল হয়নি। কিন্তু শেষ পর্যন্ত জ্যোতির অভিজ্ঞতা ভারতকে স্বর্ণপদক এনে দিল। ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জিতেছেন জ্যোতি।
দলগত বিভাগেও নিজের পারফরম্যান্সের সেই একই ধারা বজায় রাখলেন তিনি।বৃহস্পতিবার ফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথম সেটে ৫৪-৫৬ পয়েন্টে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। তবে দ্বিতীয় সেট ৫৮-৫৫ ব্যবধানে জিতে ১ পয়েন্টে এগিয়ে যান ভারতের সোনার মেয়েরা। তৃতীয় সেট আবার ৬০-৫৯ ব্যবধানে জিতে নেয় চাইনিজ তাইপেই।
ফলে চতুর্থ তথা শেষ সেটের আগে দু’দলের পয়েন্ট হয় ১৭১। তবে শেষ সেটে জিতে এবারের এশিয়ান গেমসে ১৯তম পদক এনে দিলেন মহিলা কম্পাউন্ড তিরন্দাজেরা। শেষ পর্যন্ত ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে ফাইনাল জিতল ভারতীয় দল।দুই সেটে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ সিরিজে দুরন্ত পারফর্ম করেন জ্যোতি, পরনীত, অদিতি। তিন ভারতীয় মেয়েই হিট করেন ‘পারফেক্ট ১০’! তাতেই কেল্লা ফতে। চাপের মুখে দিশাহারা হয়ে পড়েন চাইনিজ তাইপের মেয়েরা।
Free Access