ad
ad

Breaking News

শুটিং রেঞ্জ

৫০ মিটার ট্র্যাপ শুটিংয়ে সোনা

Bangla Jago Desk: রবিবার সকাল সকাল সোনার খবর। শুটিং রেঞ্জ থেকে আবার সোনা এল । ভারতের তিন ছেলে কিনান চেনাই, জোরাবর সিং এবং পৃথ্বীরাজ তোন্ডিয়ামান ৫০ মিটার ট্র্যাপের টিম ইভেন্ট থেকে জিতলেন সোনা। ৩৬১ পয়েন্ট স্কোর করে সোনা জয় করলেন তারা।জাকার্তা এশিয়ান গেমসে ভারতে এসেছিল ৭০টি পদক। এ বার হানঝাউ গেমস থেকে ভারতের লক্ষ্য ১০০টি […]

Bangla Jago Desk: রবিবার সকাল সকাল সোনার খবর। শুটিং রেঞ্জ থেকে আবার সোনা এল । ভারতের তিন ছেলে কিনান চেনাই, জোরাবর সিং এবং পৃথ্বীরাজ তোন্ডিয়ামান ৫০ মিটার ট্র্যাপের টিম ইভেন্ট থেকে জিতলেন সোনা। ৩৬১ পয়েন্ট স্কোর করে সোনা জয় করলেন তারা।জাকার্তা এশিয়ান গেমসে ভারতে এসেছিল ৭০টি পদক।

এ বার হানঝাউ গেমস থেকে ভারতের লক্ষ্য ১০০টি পদক জয়। এক কদম করে সেই লক্ষ্যপূরণের পথে হেঁটে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। এ বারের এশিয়ান গেমসে অন্যতম সফল ভারতের শুটাররা। রুপো ও ব্রোঞ্জ পেল কুয়েত ও চিন। ৩৪৭ তুলেছে কুয়েত। চিনের শুটারদের স্কোর ৩৪১।

টিম ইভেন্টে সোনা জয়ের পাশাপাশি কিনান ও জোরাবর ব্যক্তিগত ইভেন্টের ফাইনালেও উঠেছেন। সেখান থেকেও সোনার স্বপ্ন দেখছে ভারত।এর ফলে শুটিং থেকে ভারতের এল ৭টা সোনা। সব মিলিয়ে ১১টা সোনা সহ ৪১টা পদক জিতে এশিয়ান গেমসের পদক তালিকায় ভারত রয়েছে চার নম্বরে।

free Access