চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: এই মুহূর্তে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফরে রয়েছে। সেখানে বৃহস্পতিবার তৃতীয় একদিনের ম্যাচে খেলতে মাঠে নামবে স্কাই ব্রিগেড। তার আগে বুধবার সাংবাদিক সম্মেলন উপস্থিত হয়েছিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নে মরকেল। সেখানে এসেই প্রথম দুটি ম্যাচে কেন টিম ইন্ডিয়ার পেসার অর্শদীপ সিংকে দলের বাইরে রাখা হয়েছিল তার কারণ ব্যাখ্যা করেন ভারতীয় দলের বোলিং কোচ।
এই প্রসঙ্গে মরকেল বলেন, ‘টি-টোয়েন্টিতে ভারতের শীর্ষ উইকেট শিকারী হলেন অর্শদীপ সিং। পাঞ্জব পেসার বর্তমানে শুধু দেশ নয়, বিশ্ব ক্রিকেটেরও এক পরিচিত মুখ। কাজেই তাঁকে মাঝে মাঝেই বাদ দেওয়ার কারণ হল, এটা আমাদের দলের পরিকল্পনার একটা অংশ। কেননা আমাদের মাথায় রাখতে হচ্ছে, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর রয়েছে। সেই কারণে দলের ব্যাকআপ এখন থেকেই তৈরি করতে হচ্ছে। সুতরাং নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে তাঁদের দেখে নেওয়া হচ্ছে। তাই প্রায়ই দলের বাইরে থাকতে হচ্ছে অর্শদীপকে। এছাড়া অন্য কোনও কারণ নেই।’
উদাহরণ হিসেবে মরকেল বলেন, ‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই মাঝে মধ্যে হর্ষিতকে দলে সুযোগ দেওয়া হচ্ছে। তবে অর্শদীপ যখনই সুযোগ পাচ্ছেন, তখনই নিজেকে প্রমাণ করছেন। যা প্রশংসা না করে উপায় নেই। ইতিমধ্যে আমাদের অভিজ্ঞ পেসার বুমরার সঙ্গে ওর জুটিও দারুণ জমে উঠেছে।’
মরকেল আরও সংযোজন, ‘অর্শদীপ একজন অভিজ্ঞ ক্রিকেটার। আমরা যে কারণে ওকে মাঝে মাঝেই দলের বাইরে রাখার যে পরিকল্পনা গ্রহণ করছি সেটা ও ভাল করেই জানে। সুতরাং অর্শদীপের মন খারাপের কোনও জায়গা নেই।’