Bangla Jago Desk: বিশ্বকাপ ২০২৩-এ শনিবার থাকছে হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তান নামবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই ম্যাচ নিয়ে এমনিতেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এবার তার সঙ্গে যুক্ত হল অরিজিৎ সিংয়ের লাইভ পারফর্মেন্স। আসলে যেহেতু বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হয়নি, সেহেতু ভারত-পাকিস্তান ম্যাচের আগে এই অনুষ্ঠানটি হবে।
এদিন বল গড়াবে দুপুর ২টো নাগাদ। তবে তার আগে বেলা ১২টা থেকে শুরু হবে সঙ্গীতানুষ্ঠান। অরিজিৎ সিং এর পাশাপাশি এদিন ভিআইপি বক্সে বসবে চাঁদের হাঁট। উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শচিন তেন্ডুলকারের মতো একাধিক ব্যক্তিত্বরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে গোল্ডেন কার্ড। এছাড়াও শোনা যাচ্ছে, এদিনের ম্যাচে সলমান খানের আপকামিং ছবি টাইগার ৩-এর কিছু ঝলক নাকি দেখা যাবে। উপস্থিত থাকতে পারেন ভাইজান স্বয়ং।
এমনিতেই সীমান্তের ওপারে বলিউড নিয়ে উন্মাদনা তুঙ্গে। তার ওপরে যদি বড় বড় তারকারা এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আসেন, তাহলে তাঁদের দেখতে আলাদা রকমের উৎকন্ঠা থাকবে, সেটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই দুদল পৌঁছে গিয়েছে আহমেদাবাদে। আগামিকাল দুদলের অনুশীলন। শনিবার নেমে পড়বেন বাবর আজম-রোহিত শর্মারা।
Free Access