সংগৃহীত
Bangla Jago Desk: অলিম্পিক গেমসে ভারতীয় তীরন্দাজদের বড় সাফল্য। সাফল্য পেল বাংলার মেয়ে, তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে অঙ্কিতা-ধীরাজ জুটি। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জয়লাভ করল ভারত। অঙ্কিতা এবং ধীরাজের দুর্দান্ত পারফরমেন্স। এই জয়ের মধ্য দিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতকে মুখোমুখি হতে হবে চিনের সঙ্গে।
🇮🇳 𝗩𝗶𝗰𝘁𝗼𝗿𝘆 𝗳𝗼𝗿 𝗗𝗵𝗶𝗿𝗮𝗷 & 𝗔𝗻𝗸𝗶𝘁𝗮! India’s mixed archery team of Dhiraj Bommadevara and Ankita Bhakat win their opening match against the Indonesian team of Diananda and Arif in the round of 16
🏹 Final score: Dhiraj/Ankita 5 – 1 Diananda/Arif
⏰ They will… pic.twitter.com/91zsyeDxLC
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) August 2, 2024
ভারতীয় দল ৩৭-৩৬, ৩৮-৩৮, এবং ৩৮-৩৭ ব্যবধানে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে। এলিমিনেশন রাউন্ডে অঙ্কিতা ভকত এবং ধীরাজ বোম্মাদেভারার কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে সাফল্য ঘরে তোলে। প্যারিস অলিম্পিকে বৃহস্পতিবার দুর্দান্ত পারফর্ম করেছিল ভারতীয় তীরন্দাজরা৷ প্রথমে মহিলাদের দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার পর পুরুষদের দলও সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করে। এবার মিক্সড দল সাফল্য পেল।
[আরও পড়ুন: Gold Price: সোনার ওপর আমদানি শুল্ক কমানোর পর সেপ্টেম্বরে সরকার এসজিবি প্রকল্প নিয়ে ভাবছে]
এই জয়ের মধ্য দিয়ে তিরন্দাজিতে পদক সম্ভাবনা আরও উজ্জ্বল করে তুললেন ভারতের অঙ্কিতা ভকত ও ধীরাজ বোম্মাদেভারা। এদিনের এই জয়ের মধ্য দিয়ে প্যারিস অলিম্পিক্সে মিক্সড টিম ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের দুই তিরন্দাজ। কোয়ার্টার ফাইনালে ধীরাজ ও অঙ্কিতার সামনে ছিলেন ইন্দোনেশিয়ার দিয়ানান্দা চোইরুনসিয়া ও আরিফ পাংগেস্তু। রিকার্ভ মিক্সড টিম ১/৮ এলিমিনেশন রাউন্ডে জিতলেন ধীরাজ ও অঙ্কিতা। আজই কোয়ার্টার ফাইনালে নামবেন তাঁরা।