ad
ad

Breaking News

Ritika-Sanjanas

ক্রিকেটারদের পাশাপাশি এবার কোপ পড়তে পারে রীতিকা-সঞ্জনাদের ওপরও

৪৫ দিনের বিদেশ সফরে হয়তো রোহিত-বিরাটদের পরিবারের সদস্যদের ১৪ দিন তাঁদের সঙ্গে থাকতে দেওয়া হতে পারে

Apart from the cricketers, this time anger can also fall on Ritika-Sanjanas

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী, তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতেও মুখ থুবড়ে পড়া। রোহিত-বিরাট-পন্থদের এই হার যেন কিছুতেই মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। চারিদিকে যখন সমালোচনার ঝড় উঠেছে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে, ঠিক তখনই দলের ক্রিকেটারদের ওপর কড়া মনোভাবের সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই।

সংবাদ সংস্থা সূত্রের খবর, এবার থেকে নাকি বিদেশ সফরে দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের পুরো সিরিজে থাকার অনুমতি নাও দিতে পারে বোর্ড। মনে করা হচ্ছে, ৪৫ দিনের বিদেশ সফরে হয়তো রোহিত-বিরাটদের পরিবারের সদস্যদের ১৪ দিন তাঁদের সঙ্গে থাকতে দেওয়া হতে পারে। শুধু তাই নয় সিনিয়র ক্রিকেটারদের যাতায়াতের ব্যাপারেও কড়া সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। জানা গিয়েছে কোনও ক্রিকেটারই ব্যক্তিগতভাবে যাতায়াত করতে পারবেন না। তাঁকে দলের টিম বাসে করে মাঠে যেতে হবে। এমনকি খেলোয়াড়দের লাগেজ যদি ১৫০ কেজির বেশি হয়, তাহলে তারজন্য অতিরিক্ত অর্থ বোর্ড ব্যয় করবে না। তা দিতে হবে খেলোয়াড়দেরকেই।

সংবাদ সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, ক্রিকেটারদের পাশাপাশি এবার দলের কোচ এবং  সহকারী কোচদের ওপরও কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন বোর্ড কর্তারা। দলের কোচ গৌতম গম্ভীরের ব্যক্তিগত ম্যানেজার ভিভিআই বক্সে যেমন বসতে পারবেন না, ঠিক তেমনই তাঁকে দলের টিম বাসে ভ্রমণ করতে দেওয়া হবে না। এবং দলের সঙ্গে তিনি একই হোটেলে থাকতে পারবেন না। তাঁকে থাকতে হবে আলাদা হোটেলে।

এখানেই শেষ নয়, দলের কোচ, সহকারী কোচ এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে আর দীর্ঘমেয়াদি চুক্তি করতে রাজি নন বিসিসিআই কর্তারা। জানা গিয়েছে এবার থেকে তিন বছরের বেশি সময় চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে না।