Bangla Jago Desk: চলতি বছরের ইস্যুতে ভারতীয় ফুটবল সরগরম হয়ে উঠেছিল আনোয়ার আলির দলবদলকে ঘিরে। এই ইস্যুকে কেন্দ্র করে জল বহুদূর এগিয়েছে। শেষ পর্যন্ত শনিবার আনোয়ার ইস্যুতে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্যাটাস কমিটির বৈঠকে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু সে সিদ্ধান্তও আপাতত ঝুলে রইল।
ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যতদিন পর্যন্ত ফিফার ফুটবলারদের দলবদল সংক্রান্ত নতুন আইন না প্রকাশিত হচ্ছে, ততদিন পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না দেশের ফুটবল সংস্থাগুলি।
Great news for all @anwarali04 fans – and all the haters as well – @FIFAcom new ruling as attached – first FIFA had said that they will be changing the RSTP rules due to the ruling in the highest court in Europe – but now FIFA chairman of Disciplinary committee has ruled that… pic.twitter.com/YoBm5t4WVP
— Ranjit Bajaj (@THE_RanjitBajaj) November 30, 2024
ফিফার এই নির্দেশ জারি হওয়ার পরই কিছুটা স্বস্তি পেল ইস্টবেঙ্গল। কেননা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরেই আনোয়ারকে দলে নিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। এবং তারপরই সবুজ-মেরুন কর্তারা দাবি করেছিলেন, আনোয়ার তাঁদের চুক্তিবদ্ধ ফুটবলার। কাজেই তাঁকে দলে নিতে পারে না ইস্টবেঙ্গল।
এরপরই এই ইস্যুতে জল গড়িয়ে এখন তা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অধীনে রয়েছে। তবে ফিফার এই ঘোষণার পরই আপাতত যতদিন না পর্যন্ত নতুন আইন ঘোষণা হচ্ছে, ততদিন পর্যন্ত ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল-র ম্যাচ খেলতে আর কোনও অসুবিধা রইল না জাতীয় দলের এক নম্বর ডিফেন্ডারের।