ad
ad

Breaking News

Aman Sehrawat

Aman Sehrawat: এক বছরের জন্য সাসপেন্ড অলিম্পিয়ান কুস্তিগীর আমন শেহরাওয়াত

গত সেপ্টেম্বরে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের আসরে অতিরিক্ত ওজনের জন্য প্রতিযোগিতায় নামতে পারেননি তিনি।

Aman Sehrawat Suspension: Indian Wrestler Banned for One Year

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: এক বছরের জন্য সাসপেন্ড হলেন কুস্তিগীর আমন শেহরাওয়াত। গত সেপ্টেম্বরে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের আসরে অতিরিক্ত ওজনের জন্য প্রতিযোগিতায় নামতে পারেননি তিনি। শেহরাওয়াতের এমন ঘটনাকে শৃঙ্খলাভঙ্গ এবং পেশাদারিত্বের অভাব বলেই মনে করেছে ভারতীয় কুস্তি ফেডারেশন। এবং যার জেরেই এক বছরের জন্য নির্বাসিত করা হল (Aman Sehrawat)।

আরও পড়ুনঃ Deepika Hijab Ad: ফের বিতর্কে দীপিকা, হিজাব পড়ে কটাক্ষের শিকার নেটিজেনদের

এই প্রসঙ্গে শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক বছর জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের কোনও কুস্তি টুর্নামেন্টে আমন অংশগ্রহণ করতে পারবেন না। এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্য কমিটি আমনকে শোকজ করে তাঁর কাছ থেকে ঘটনা ঘটানোর কারণও জানতে চাওয়া হয়। এর পাশাপাশি কোচিং স্টাফ থেকে শুরু করে কোচ প্রত্যেকের কাছ থেকেই ঘটনার আসল কারণ জানতে চাওয়া হয়েছিল। সব শেষে দুই পক্ষের মতামত শুনে কমিটির সদস্যরা সন্তুষ্ট হতে না পারার ফলেই অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীরকে এমন কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল (Aman Sehrawat)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

প্রসঙ্গত, আমন গত সেপ্টেম্বরে ক্রোয়েশিয়াতে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের আসরে ৫৭ কেজি বিভাগে নামার কথা ছিল আমনের। কিন্তু তাঁর ওজন বৃদ্ধি পাওয়াতে আর অংশগ্রহণ করা হয়নি ভারতীয় কুস্তিগীরের (Aman Sehrawat)।