ad
ad

Breaking News

Euro Cup 2024

Euro Cup 2024: ইউরো কাপে ‘অপমানজনক শব্দ’ ব্যবহার করে নিষিদ্ধ আলবেনিয়ার ফুটবলার, জরিমানার কোপে ক্রোয়েশিয়াও

স্বাভাবিকভাবেই গ্যালারিতে থাকা আলবেনীয় সমর্থকেরা ছিলেন উচ্ছ্বসিত

Albania footballer banned from Euro Cup for 'insulting', Croatia fined

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk: গত বুধবার ইউরোর ক্রোয়েশিয়া–আলবেনিয়া ম্যাচটি শেষ হয়েছিল বেশ নাটকীয়ভাবেই। ২–১ গোলে পিছিয়ে থাকা আলবেনিয়া যোগ করা সময়ের ৫ মিনিটের গোলে ম্যাচে সমতা আনে। স্বাভাবিকভাবেই গ্যালারিতে থাকা আলবেনীয় সমর্থকেরা ছিলেন উচ্ছ্বসিত। আর সেই উচ্ছ্বাসের মধ্যেই জাতিবিদ্বেষী স্লোগান ধরেছিলেন অনেকে। যার সঙ্গে গলা মিলিয়ে আলবেনিয়ান ফুটবলার মিরলান্ড ডাকু এখন নিষিদ্ধ।২৬ বছর বয়সী এই ফুটবলারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।

[ আরও পড়ুন – PT Usha: প্রাক্তন অলিম্পিয়ানদের জন্য হবে স্বাস্থ্য বীমা ও পেনশন প্রকল্প, সুপারিশ পিটি ঊষার ]

এ ছাড়া প্রায় ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা হয়েছে আলবেনিয়ান ফুটবল ফেডারেশনেরও। নিষেধাজ্ঞা দেওয়ার বিজ্ঞপ্তিতে উয়েফা লিখেছে, আচরণ বিধি পালনে ব্যর্থতা,মৌলিক নিয়মের লঙ্ঘন, খেলাধুলার আয়োজনকে অ–খেলাধুলা বিষয়ক কাজে ব্যবহার এবং ফুটবল খেলায় দুর্নামের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ডাকু।’ উয়েফা ডাকুকে ২ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি আলবেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে সাড়ে ৪৭ হাজার ইউরো জরিমানা করেছে। এর মধ্যে ‘খেলাধুলার সঙ্গে বেমানান প্ররোচণামূলক বার্তা দেওয়ার জন্য ২৫ হাজার ইউরো, সমর্থকদের ‘মাঠে অনধিকার প্রবেশে’র জন্য ২০ হাজার ইউরো এবং আতশবাজি পোড়ানোর দায়ে ২ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়।

[ আরও পড়ুন – T20 World Cup 2024: আজ ভারতের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে অস্ট্রেলিয়া, ম্যাচের আগে আত্মবিশ্বাসী অজি অধিনায়ক]

এছাড়া একই ম্যাচে ক্রোয়েশিয়াকে তাদের সমর্থকদের মাঠে আতশবাজি পোড়ানো ও আলোর ঝলকানির জেরে ২৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।ইউরোয় ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সোমবার স্পেনের মুখোমুখি হবে আলবেনিয়া। একই সময়ে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ইতালি। স্পেন ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ইতালি দুইয়ে আছে। ১ পয়েন্ট নিয়ে আলবেনিয়া আছে তৃতীয় স্থানে, সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ক্রোয়েশিয়া।