ad
ad

Breaking News

Ronaldo

সৌদি প্রো লিগে জয় আল নাসেরের, গোল করে নজির রোনাল্ডোর

রোনাল্ডো ছাড়াও ম্যাচে আল নাসেরের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে

Al Nasser won the Saudi Pro League, Najir Ronaldo scored a goal

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : একের পর এক ম্যাচে তাঁর গোল করাটা অভ্যাস। অবশ্য মাঝে মাঝে চেষ্টা করেও গোল পান না। কিন্তু তবুও হতাশ হন না তিনি। কেনই বা হতাশ হবেন, টানা ২৪ বছর ধরে স্কোরশিটে নাম তোলা যে তাঁর রীতিমত অভ্যাস হয়ে গিয়েছে। তিনি আর কেউ নন, তিনি হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল নাসের মুখোমুখি হয়েছিল আল আখদৌদের। সেই ম্যাচে আল নাসেরের হয়ে ৪২ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করলেন সিআর সেভেন। এই ম্যাচে গোল করার সঙ্গে সঙ্গেই টানা ২৪ বছর ধরে গোল করার কীর্তি গড়লেন তিনি। রোনাল্ডো ছাড়াও ম্যাচে আল নাসেরের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে।

[ আরও পড়ুনঃ চন্দননগরের আলো মহাকুম্ভে, উচ্ছ্বসিত এলাকার আলোকশিল্পীরা]

প্রসঙ্গত, ২০০২ সালে স্পোর্টিং লিসবনের প্রথম গোলটি করেছিলেন রোনাল্ডো। সেই বছর পতুর্গিজ তারকার মোট গোল ছিল পাঁচটি। পরের বছর ইংলিশ প্রিমিয়ার লিগে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবের হয়ে ১৩টি গোল করেছিলেন তিনি। তারপর তো বাকিটা ইতিহাস। 

এর পাশাপাশি সৌদি প্রো লিগেও সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে রয়েছেন পর্তুগিজ তারকা। এবারের লিগে তাঁর মোট গোলসংখ্যা হল ১১টি। এই তালিকায় শীর্ষে রয়েছেন আলেকজান্ডার মিত্রভিচ। তাঁর ঝুলিতে রয়েছে ১২টি গোল।

বৃহস্পতিবার ম্যাচ জিতে আল নাসের রয়েছে ৩ নম্বর স্থানে। তাদের সংগ্রহ ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট। পয়েন্টের শীর্ষে রয়েছে আল-ইত্তিহাদ। তাদের সংগ্রহ ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট। এবং দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল। তাদের সংগ্রহ ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট।