Bangla Jago Desk: এতদিন ভারতের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম হিসেবে মাথা উঁচু করে থাকত আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এবার প্রধানমন্ত্রীর নামাঙ্কিত এই স্টেডিয়ামকেই চ্যালেঞ্জ জানাতে তৈরি হচ্ছে লক্ষাধিক আসনের ক্রিকেট স্টেডিয়াম। যা গড়ে তুলতে চায় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এতদিন তারা এই স্টেডিয়াম তৈরির ব্যাপারে মহারাষ্ট্র সরকারের সবুজ-সঙ্কেতের অপেক্ষায় দিন গুনছিল। অবশেষে সেই স্টেডিয়াম তৈরির ব্যাপারে অনুমতি দিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এই স্টেডিয়াম তৈরি হলে মুম্বইয়ে মোট ৩টি স্টেডিয়াম হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই স্বাভাবিকভাবেই আনন্দিত গোটা মুম্বইয়-সহ মহারাষ্ট্রের ক্রিকেটপ্রেমীরা।
শুক্রবার ওয়াংখেড়েতে রোহিত শর্মার নামে স্ট্যান্ডের উদ্বোধন করতে এসে নতুন এই স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা করেন দেবেন্দ্র। তিনি জানান, ‘আমার কাছে গত বছর মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল স্টেডিয়াম তৈরির জন্য জমি দেওয়ার। আমার সঙ্গে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই কর্তা অমল কালে ও অজিঙ্ক নায়েক এই প্রস্তাব নিয়ে এসেছিলেন। এবং তাঁরা আমাকে এও বলেছিলেন, যে মুম্বইতে অন্তত এক লক্ষ দর্শক আসন বিশিষ্ট একটা স্টেডিয়াম অত্যন্ত জরুরি। তখনই আমি তাঁদের বলেছিলাম, আপনারা সরকারের কাছে এই প্রস্তাব দিলে অবশ্যই সরকার জমি দেবে।’
মুখ্যমন্ত্রী আরও জানান, ‘আর চার বছর পর মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের শতবর্ষ। আমি আশা করছি, এই সময়ের মধ্যেই নতুন স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। এবং এই বছরগুলির মধ্যে স্টেডিয়াম তৈরি করতে যে যে জরুরি পদক্ষেপ সরকারের নেওয়া উচিত, সেগুলি মহারাষ্ট্র সরকার অবশ্যই গ্রহণ করবে।’
সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে মাত্র ৬৮ কিমি দূরে নতুন এই স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করা হয়েছে। খুব সম্ভবত থানেতে এই স্টেডিয়াম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানান, আমরা আম্মে এলাকায় নতুন স্টেডিয়ামটি তৈরির কথা চিন্তা ভাবনা করেছি। একান্ত যদি সেখানে সম্ভব না হয়, তাহলে সরকার যেখানে বলবে, আমরা সেখানেই রাজি আছি নতুন স্টেডিয়াম তৈরি করতে।