ad
ad

Breaking News

Shahid Afridi

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআইকে তোপ দাগলেন আফ্রিদি

আগামী বছর পাকিস্তানে বসার কথা রয়েছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের আসর।

Afridi slams BCCI over Champions Trophy

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আগামী বছর পাকিস্তানে বসার কথা রয়েছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের আসর। এই টুর্নামেন্টে ভারত যাবে না বলে আগেই বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছিল আইসিসিকে। তাই নিয়ে এখন চলছে জোড় তরজা। এরই মাঝে এবার আসরে নেমে পড়লেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

সোশ্যাল মিডিয়ায় আফ্রিদি লেখেন, ক্রীড়াক্ষেত্রের সঙ্গে রাজনীতির সম্পর্ক জড়িয়ে ফেলছে ভারত। এটা একেবারেই উচিত নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত যে হাইব্রিড মডেলের কথা বলেছে, ইতিমধ্যেই তা খারিজ করে দিয়েছে পিসিবি। আফ্রিদি এই প্রসঙ্গে পিসিবিকে সমর্থন করে লেখেন, ভারতের হাইব্রিড মডেল পাক ক্রিকেট বোর্ড যে খারিজ করে দিয়েছে তাতে আমার পূর্ণ সমর্থন আছে।

এর পাশাপাশি আফ্রিদি লেখেন ২৬/১১- মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পর দুই দেশের মধ্যে সব ক্ষেত্রেই সম্পর্কের অবনতি হয়েছিল। অথচ তার পরেও পাক ক্রিকেট দল একবার নয়, পাঁচ পাঁচটি বার ভারত ভ্রমণ করেছে। এবার আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় পাকিস্তানের কতৃত্ব বজায় রাখা উচিত বলেও দাবি করেন প্রাক্তন পাক অধিনায়ক।

প্রসঙ্গত, এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে ভারতের না খেলার প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান মনসিন নাকভি জানান, ভারতে গিয়ে বার বার পাকিস্তান খেলবে আর ভারত আমাদের দেশে এসে খেলবে না এটা হতে পারে না। আইসিসি-তে যা সিদ্ধান্ত হবে তা সমতার ভিত্তিতেই হোক বলে দাবি করেন মহসিন নাকভি।