ad
ad

Breaking News

AFC

AFC: এএফসি এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচে হংকংয়ের কাছে হার ভারতের

এই ম্যাচকে ঘিরে হংকংয়ের স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শক জড়ো হয়েছিলেন। গোটা স্টেডিয়াম ছেয়ে গিয়েছিল লাল পতাকায়। সেই জনসমর্থন নিয়েই ম্যাচের শুরু থেকে ভারতীয় দলের ওপর আক্রমণের ঢেউ তুলতে থাকেন হংকংয়ের ফুটবলাররা

Lower-Ranked Hong Kong in AFC Qualifiers

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ফিফা ক্রম তালিকায় ভারতের থেকে অনেকটাই পিছিয়ে হংকং। কিন্তু সেই পিছিয়ে থাকা দলের বিরুদ্ধেই জয় পেল না মানালো মার্কওয়েজর দল(AFC)। মঙ্গলবার হংকংয়ের মাঠে তাদের বিরুদ্ধেই এএফসি এশিয়ান কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন সুনীলরা। অনেকেই আশা করেছিলেন এই ম্যাচে হয়তো ঘুড়ে দাঁড়াতে পারবে ভারতীয় দল। (AFC)তাঁদের সেই আশায় জল ঢেলে দিল হংকং। ম্যাচে ১-০ গোলের ব্যবধানে ভারতকে হারিয়ে জয় তুলে নিল তারা।

আরও পড়ুন: Heatwave: গরমের দাপট জারি, কবে স্বস্তির বৃষ্টি?

এই ম্যাচকে ঘিরে হংকংয়ের স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শক জড়ো হয়েছিলেন। গোটা স্টেডিয়াম ছেয়ে গিয়েছিল লাল পতাকায়। সেই জনসমর্থন নিয়েই ম্যাচের শুরু থেকে ভারতীয় দলের ওপর আক্রমণের ঢেউ তুলতে থাকেন হংকংয়ের ফুটবলাররা। তাঁদের সেই কাজ আরও সহজ হয়ে যায় ভারতীয় কোচের ভুল ট্যাকটিসের জন্য। মানালো তাঁর প্রথম একাদশে সুনীলকে রাখেননি। ফলে সুনীল না থাকায় অনকেটাই ফ্রি ভাবে খেলতে থাকেন হংকং ডিফেন্ডাররা।

ম্যাচের শুরু থেকেই হংকং আক্রমণ শানালেও তা সমানে প্রতিহত করে যাচ্ছিলেন ভারতীয় দলের দুই ডিফেন্ডার আনোয়ার ও সন্দেশ। (AFC)এদের পাশে অভিষেককে সপ্রিতভ দেখালেও, অনেকটাই নিষ্প্রভ ছিলেন গত আইএসএল-এ মোলিনার রক্ষণের স্তম্ভ আশিষ রাই। মানালোর দলের মাঝমাঠের সবচেয়ে করুণ অবস্থা বার বার ফুটে উঠছিল। আশিক কুরিনিয়ান ও লিস্টন কোলাসোরা যে ক্লাব ফুটবলেই সফল তা ফের বুঝিয়ে দিলেন।

হংকং কোচ ওয়েস্টউড অভিজ্ঞ কোচ। একটা সময় বেঙ্গালুরু দলের কোচিং করিয়েছেন। কাজেই ভারতীয় ফুটবল সম্বন্ধে তাঁর ধারণা রয়েছে। সুনীল প্রথম একাদশে না থাকার সুযোগকে তিনি পুরোপুরি কাজে লাগানোর নির্দেশ দিয়েছিলেন তাঁর ফুটবলারদের। তবে কপাল ভাল, ব্যবধান বাড়াতে পারেনি হংকং। ৩ মিনিটেই ভারতীয় রক্ষণের ভুলে সুযোগ পায় ওয়েস্টউডের দল। (AFC)কিন্তু সুযোগ নষ্ট করে তারা। ১৫ মিনিটে সন্দেশ গোলের কাছাকাছি পৌঁছে গেলেও অফসাউডের কপালে পড়েন তিনি। ফলে সুযোগ হাতছাড়া হয় ভারতের। এর মিনিট পনেরা পর আবার সুযোগ পান আশিক। কিন্তু লিস্টনের ক্রস থেকে যে সুযোগ তিনি হাতছাড়া করেন, তা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।

Bangla Jago Desk FB: https://www.facebook.com/Banglajagotvofficial

প্রথমার্ধ গোলশূন্য দ্বিতীয়ার্ধের ভারতের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে হংকং। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। ভারত তখন হংকংয়ের ক্রমাগত চাপে বেশ কিছুটা বেসামাল হয়ে পড়েছে। এই অবস্থায় ৫৮ মিনিটে সুনীলকে নামিয়ে মানালো হংকংকে পাল্টা চাপে ফেলার চেষ্টা করলেন বটে, তাতে লাভের লাভ কিছু হল না। এরপর ধীরে ধীরে ম্যাচ যখন অন্তিম লগ্নের দিকে ক্রমশঃ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ই মারাত্মক ভুলটি করে বসলেন গোলরক্ষক বিশাল কায়েথ। বিপক্ষ দলের স্ট্রাইকার উদেবুলজোড়কে বক্সের মধ্যে ফাউল করে বসলেন তিনি।(AFC) রেফারি পেনাল্টির দিলে, তা থেকে গোল করতে ভুল করেননি হংকং ফুটবলার। এর পর ম্যাচে সমতা ফেরার সময় ছিল না ভারতীয় দলের কাছে।(AFC) ফলে ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হল মানালোর দলকে।