ad
ad

Breaking News

মেসি

যুক্তরাষ্টের ইন্টার মায়ামিতে নতুন শুরু, ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি ?

Bangla Jago TV Desk : মেসি মানেই গোল । ২০২২ এ ফুটবল বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেছে মেসি ।  কাতারে বিশ্বকাপ জিতেছে তার দেশ আর্জেন্টিনা, মেসির নেতৃত্বেই।  এবার ও মানে ২০২৬ এও খেলবে মেসি এমনটাই জল্পণা চলছে । তখন মেসির বয়স হবে উনচল্লিশ । তবে মেসির ভক্তদের জন্য আপাতত সুখবর, মেসি এখন অবসর নিয়ে ভাবছেনই না। […]

Bangla Jago TV Desk : মেসি মানেই গোল । ২০২২ এ ফুটবল বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেছে মেসি ।  কাতারে বিশ্বকাপ জিতেছে তার দেশ আর্জেন্টিনা, মেসির নেতৃত্বেই।  এবার ও মানে ২০২৬ এও খেলবে মেসি এমনটাই জল্পণা চলছে । তখন মেসির বয়স হবে উনচল্লিশ । তবে মেসির ভক্তদের জন্য আপাতত সুখবর, মেসি এখন অবসর নিয়ে ভাবছেনই না। এমনিতে ইন্টার মায়ামিতে গিয়ে দলটির ইতিহাসে প্রথম শিরোপা এনে দিয়েছেন। আর এখন তিনি ২০২৪ এর ম্যাচ নিয়ে ভাবছেন ।

এবার  এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা জানিয়েছেন ভবিষ্যতের পরিকল্পনার কথা। মেসি বলেছেন, ‘আমি সত্যি বলছি, এখনও অবসর নিয়ে ভাবছি না।  আমি জানি না আর কতদিন খেলবো কিন্তু চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়, খেলাটাকে লম্বা করার।  তাছাড়া ও তিনি ফের শিরোপা জিততে চান বলেই উল্লেখ করেছেন ।  লিওনেল মেসি পিএসজি ছাড়ার আগে ‘টাকার বস্তা’ নিয়েই হাজির হয়েছিল সৌদি আরবের ক্লাব। তবে মেসি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মায়ামিকে। মেসি আরো জানিয়েছে ৩৯ বছর বয়সে মূলত খেলোয়াড় রা অবসর নিয়ে থাকে। কিন্তু তিনি এ বয়সেও খেলবেন আসলে তিনি প্রতিদ্বন্দ্বিতা চিরকালই ভীষণ ভালোবাসেন। বা পায়েরর যাদুকরের খেলার ইচ্ছা এখনো রয়েছে।

এর আগেই মেসি জানিয়েছিলেন কেন তিনি সৌদি নয় বেছে নিয়েছেন মায়ামীকে ; উল্লেখ করে বলেছিলেন , এটা ছিল পরিবারের সিদ্ধান্ত, তাদের ভালোর দিকে তাকিয়েছি। দুটো কঠিন বছর কাটিয়েছি (পিএসজিতে), আমরা ভালো ছিলাম না; আমাদের অনেক ভুগতে হয়েছে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি  মায়ামি বেছে নেওয়ার, আজকে কিছুটা সময় পরে বলতে পারি- আমরা ভুল ছিলাম না।

 

FREE ACCESS