চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: চলতি বছরের জার্মান কাপের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে গেল বায়ার্ন মিউনিখ। বুধবার লেভারকুসেনের কাছে ১-০ গোলে হারতে হল জার্মান জায়ান্টদের। ম্যাচের ১৭ মিনিটে লাল কার্ড দেখে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের মাঠ ছাড়লে বাকি সময়টুকু ১০ জনেই খেলতে হয় বায়ার্নকে। তবুও ভিনসেন্ট কোম্পানির দলের বিপক্ষে আর ব্যবধান বাড়াতে পারেনি লেভারকুসেন। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের প্রায় মাঝামাঝি সময়ে লেভারকুসেনের হয়ে জয়সূচক গোলটি করেন নাথাম টেলা।
ম্যাচে হারের জন্য নিজের লাল-কার্ড দেখাকেই দায়ী করছেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। অন্য দিকে ন্যুয়ের লাল-কার্ড দেখে মাঠ ছাড়াতেই যে ম্যাচের ভাগ্য বদলে দিতে সাহায্য করেছে তা মেনে নিলেন লেভারকুসেনের জয়সূচক গোলদাতা।
ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, যে কোনও ম্যাচে লাল কার্ড দেখা দুঃভার্গ্যের বিষয়। তার ওপর ন্যুয়ের টানা ৮৮৬টি ম্যাচ খেলে এই প্রথম লাল কার্ড দেখলেন। সুতরাং তাঁর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। বিশ্ব ফুটবলের আঙিনায় এমন নজির খুব কম ফুটবলারেরই আছে।
এদিকে ন্যুয়ের মাঠ ছাড়ায় এই ম্যাচেই বায়ার্নের জার্সি পরে দীর্ঘ ১৮ মাস পরে অভিষেক হল ইজরায়েলের গোলরক্ষক দানিয়েল পেরতজকের।