Bangla Jago Desk: অলিম্পিক গেমসে এবার ক্রিকেটের এন্ট্রি। ২০২৮-এর লস এঞ্জেলস অলিম্পিক্সে প্রত্যাবর্তন ঘটবে ক্রিকেটের। আগামী ১৪ ও ১৫ অক্টোবর মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির জরুরি বৈঠক রয়েছে। সেখানেই সম্ভবত এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, বৈঠকেই মিলবে এই সংক্রান্ত বিষয়ে রফাসূত্র। সবকিছু ঠিকঠাক থাকলে ১২৮-এর অলিম্পিকেই ক্রিকেট খেলতে দেখতে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারদের।
১৯০০ সালে প্যারিস অলিম্পিকে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল। সূত্রের খবর, ক্রিকেট ছাড়াও বেসবল বা সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ, এই পাঁচটি খেলাকে ২৮-এর অলিম্পিকে অন্তর্ভুক্তি করার জন্য বিবেচনা করা হচ্ছে। এশিয়ান গেমসে ২০ ওভারের ফরম্যাটে ক্রিকেট খেলা হয়েছিল। সম্ভবত, অলিম্পিক্সেও সেই ফরম্যাটেই ক্রিকেট খেলা হবে।.
ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সম্ভবত একাধিক নতুন খেলা অন্তর্ভুক্ত হতে চলেছে। আগে যে ২৮টি খেলার তালিকা তৈরি করা হয়েছিল, তার মধ্যে ছিল না ক্রিকেট। কিন্তু জুলাই মাসে আরও নটি খেলার তালিকা তৈরি করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সেই তালিকায় ছিল ক্রিকেট।
Free Access