ছবি : সংগৃহীত
Bangla Jago Desk, মৌ বসু: ভারতের কমপক্ষে ৫০% প্রাপ্তবয়স্ক মানুষ শারীরিক ভাবে সুস্থ, সবল ও কর্মঠ নন। ল্যানসেট গ্লোবাল হেলথ জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র। এই গবেষণায় আরও দেখা গেছে, ভারতীয় মহিলারা পুরুষদের তুলনায় শারীরিক ভাবে অনেক বেশি সক্ষম ও সুস্থ। ৫৭% ভারতীয় মহিলা যেখানে শারীরিক ভাবে সুস্থ সবল ও কাজকর্ম করতে সক্ষম সেখানে পুরুষদের সংখ্যা ৪২%।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র বিশেষজ্ঞদের করা গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ার প্রাপ্তবয়স্ক মানুষরা শারীরিক ভাবে কর্মঠ নন।
[ আরও পড়ুন – NASA : প্রচন্ড গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, সতর্কবার্তা নাসার]
সপ্তাহে ৭৫ ঘণ্টা কায়িক পরিশ্রম করতে অক্ষম ৩১.৩% মানুষ। ২০১০ সালে এই সংখ্যাটা ছিল ২৬.৪%। ভারতে ২০০০ সালে ২২% প্রাপ্তবয়স্ক মানুষ শারীরিক ভাবে কর্মঠ ছিলেন না। ২০১০ সালে ভারতে শারীরিক কসরতে অক্ষম মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৪%। গবেষকদের আশঙ্কা বর্তমান ট্রেন্ড বজায় থাকলে ২০৩০ সালে ৬০% প্রাপ্তবয়স্ক মানুষ শারীরিক ভাবে কর্মঠ থাকবে না। ১৯৭টি দেশের ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের ওপর ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত এই গবেষণা চালানো হয়।
[ আরও পড়ুন – Sunita Williams: মহাকাশে আটকে পড়েছেন সুনীতা উইলিয়ামস, মহাকাশযানে ত্রুটির জন্য প্রত্যাবর্তন আটকালো নাসা]
গবেষণায় আরও দেখা গেছে, গোটা বিশ্বজুড়ে ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ পুরুষ এবং মহিলাদের মধ্যে শারীরিক অসুস্থতা অনেক বেশি বেড়ে গেছে। শারীরিক ভাবে কর্মঠ না থাকার কারণে বাড়ছে ডায়াবেটিস ও হার্টের রোগ। চাপ পড়ছে গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার ওপর। ২০২৩ সালে আইসিএমআর ও ইন্ডিয়া ডায়াবেটিসের করা একটি গবেষণায় দেখা গেছে, ভারতে ১০১ মিলিয়ন মানুষ ডায়াবেটিক ও ৩১৫ মিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। ২৫৪ মিলিয়ন মানুষ স্থুলতা ও ১৮৫ মিলিয়ন মানুষ কোলেস্টেরলের অসুখে আক্রান্ত।