ad
ad

Breaking News

Enviromental News

টেনে, হিঁচড়ে উপড়ে নিচ্ছেন গাছ! এতে কী হয় জানেন?

গাছকে টেনে হিঁচড়ে উপড়ে নেওয়ার সময় গাছও যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে ওঠে। তবে সেই আওয়াজ মানুষের মতো হয় না। গাছের যন্ত্রণার আওয়াজ সম্প্রতি গবেষকরা নজর করেছেন। মানুষের শোনার মাত্রার বাইরে থাকে সেই আল্ট্রাসনিক সাউন্ড ফ্রিকোয়েন্সি।

Pulling, pulling up trees! Do you know what happens?

Bangla Jago Desk, Mou Basu: মানুষ বা যে কোনো প্রাণী ও পতঙ্গের মতো গাছেরও আছে প্রাণ। কিন্তু জানেন কি গাছও যে কোনো প্রাণীর মতো যন্ত্রণায় ককিয়ে ওঠে। গাছকে টেনে হিঁচড়ে উপড়ে নেওয়ার সময় গাছও যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে ওঠে। তবে সেই আওয়াজ মানুষের মতো হয় না। গাছের যন্ত্রণার আওয়াজ সম্প্রতি গবেষকরা নজর করেছেন। মানুষের শোনার মাত্রার বাইরে থাকে সেই আল্ট্রাসনিক সাউন্ড ফ্রিকোয়েন্সি। তাই মানুষ শুনতে পায় না গাছেদের যন্ত্রণার আওয়াজ।

সম্প্রতি ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই গবেষণা চালান। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে Cell নামক জার্নালে। গবেষকদের দাবি গাছ উদ্বেগের বা স্ট্রেসের মধ্যে থাকলে বেশি যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে ককিয়ে ওঠে। বিশিষ্ট উদ্ভিদবিশারদ লাইলাক হাডানি জানান গাছেদের যন্ত্রণার কাতরানি মানুষ না পেলেও অন্য পশুরা ও বিভিন্ন রকমের পতঙ্গ শুনতে পায়। গাছেরা যন্ত্রণার মধ্যে থাকলে উগ্র গন্ধ বেরোয়। রঙ ও আকার বদলে যায়।