ad
ad

Breaking News

isro

ভারতের হাতের মুঠোয় এখন চাঁদ, ইসরো গড়লো নয়া কীর্তি

চন্দ্রযান তিন মিশন সাকসেস পাওয়ার পর আবারো খবরের শিরোনামে ইসরো

Now the moon is in India's hands, ISRO has achieved a new feat

Bangla Jago Desk : চন্দ্রযান তিন মিশন সাকসেস পাওয়ার পর আবারো খবরের শিরোনামে ইসরো । ইসরো তরফ থেকে এস সোমনাথ জানান , চন্দ্রযানের পরের কর্মসূচির বিষয়টি প্রকাশ্যে এসেছে । আর এই মিশন সাফল্য পেলে ভারতের মুকুটে জুড়বে নতুন পালক।

সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে এস সোমনাথ জানান , ইসরোর পরবর্তী পদক্ষেপ হল চন্দ্রযান ৪। আর এই সংবাদ সম্মলেনে চন্দ্রযান ৪ এর তাৎপর্য গুলো তুলে ধরা হয়। তিনি জানান , ২০৪০ সালের মধ্যে একজন ভারতীয় চাঁদে অবতরণ করবে।এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির তরফ থেকে প্রচেষ্টা শুরু করে দিয়েছে। এস সোমনাথ এই প্রেস কনফারেন্স বলেন , চন্দ্রযান ৪ হল প্রথম পর্যায়। আর এই প্রথম পর্যায়ে একটি নৌযান পা রাখবেন । আর এই চন্দ্রযানের কাজ হল , চাঁদের থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা।

সোমনাথ আরো জানান এই প্রকল্পটির জন্য একটি পোর্টফোলিও তৈরি করা হয়েছে। আর পোর্টফোলিওকে সামনে রেখেই রকেট ও স্যাটেলাইটের উদ্যোগ থেকে শুরু করে প্রযুক্তির উন্নয়ন করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরো জানেন এই মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তির অগ্রগতির জন্য ইসরো বিভিন্ন পদ্ধতির ওপর জোর দিয়ে কাজ করবেন।