Bangla Jago Desk, মৌ বসুঃ ১৯৮৪ সালে রাকেশ শর্মা রুশ মহাকাশ যানে চেপে মহাকাশে যান। কিন্তু এবার ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)। ভারত এই প্রথম মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। ভারত তার নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে মানুষ পাঠিয়ে মহাকাশ বিজ্ঞানে আরও একটা মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়।
গগনযান অভিযানের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে ভারত। এই গগনযান রকেটের কোড নাম জি১। কিন্তু মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর আগে ইসরো যাত্রা সুনিশ্চিত করতে চায়। বিজ্ঞানীরা ভুলত্রুটি থাকলে তা ঠিক করে নিতে চান। গগনযান রকেটের বিভিন্ন অংশ তৈরির কাজ প্রায় শেষের পর্যায়। আগামী নভেম্বর মাসে রকেটের অংশ সতীশ ধবন মহাকাশ কেন্দ্রে নিয়ে আসা হবে। তারপর সতীশ ধবন মহাকাশ কেন্দ্রেই তা একত্রিত করে জোড়ার কাজ চলবে।
ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সাংবাদিকদের জানান, সম্ভবত ডিসেম্বরেই ইসরো মহাকাশে মানুষ পাঠানোর প্রথম পদক্ষেপ করতে চলেছে। ডিসেম্বরেই প্রথম পরীক্ষামূলক যান মহাকাশে পাঠানো হবে। একাধিক পরীক্ষামূলক উড়ানের পর সবদিক থেকে নিশ্চিন্ত হলে তারপর মহাকাশে উড়ে যাবেন ভারতীয় গগনচারীরা।