সংগৃহীত
Bangla Jago Desk: মহাকাশ বিজ্ঞানের আবারও এক উজ্জ্বলতম ঘটনার সাক্ষী হতে চলেছে ভারত। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিতে চলেছেন ভারতীয় এক মহাকাশচারী। ইতিমধ্যেই ওই মহাকাশচারীর নাম ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আসন্ন অক্সিওম-৪ অভিযানে যাচ্ছে নাসা এবং মার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা অক্সিওম স্পেস। এই অভিযানে অংশ নিচ্ছেন এক ভারতীয় মহাকাশচারী। এই নিয়ে অক্সিওম স্পেস এবং নাসার সঙ্গে, স্পেস ফ্লাইট চুক্তি করেছে ইসরো।

এই অভিযানে মহাকাশে পা রাখতে চলেছেন ভারতীয় বায়ুসেনার অফিসার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্ল দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিতে চলেছেন। ৪০ বছর আগে মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইলট, উইং কমান্ডার রাকেশ শর্মা। আমার ৪০ বছর পর এবার পা রাখতে চলেছেন ভারতীয় বায়ুসেনারই অফিসার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল।১৯৮৪ সালের ৩ এপ্রিল, ‘সোভিয়েত ইন্টারকসমস’ প্রোগ্রামের অধীনে, সয়ুজ টি-১১ মহাকাশযানে চড়ে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। তিনিই ছিলেন একমাত্র ভারতীয়, যিনি মহাকাশে পা রেখেছেন। উত্তরর প্রদেশের রাজধানী লখনউয়ের বাসিন্দা শুভাংশু শুক্ল। তিনি ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন প্রায় ১৮ বছর আগে। শুক্লর দিদি জানিয়েছেন, কার্গিল যুদ্ধই ছিল তাঁর বায়ুসেনা বাহিনীতে যোগদানের অনুপ্রেরণা। ইতিমধ্যেই ভারতীয় মহাকাশ বিজ্ঞানে বহু নজির সৃষ্টি হয়েছে।

মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি জোরকদমে চলছে। ভারতের মহাকাশে প্রথম মানুষ পাঠানোর অভিযান, গগনযান মিশন হবে ২০২৬ সালে। ওই অভিযানে ৪০০ কিলোমিটার পথ তিন দিন ধরে পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ করবে। মহাকাশে পাড়ি দেবেন ভারতীয় তিন নভোশ্চর। তারপর তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। ভারতীয় জলসীমায় ল্যান্ড করানোর চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এই প্রস্তুতি যখন জোর কদমে চলছে তার মধ্যেই আন্তর্জাতিক টিমের সদস্য হিসাবে মহাকাশে পাড়ি দিতে চলেছেন বায়ুসেনার অফিসার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। তিনি ভারতীয় মহাকাশ অভিযানে নেতৃত্ব দেবেন।