ad
ad

Breaking News

Technology

খুব সহজেই চাঁদের মাটিতেও ঘোরাঘুরি করা যাবে, কীভাবে

হেঁটে যেমন পৃথিবীর বুকেও বেশি দূরে যাওয়া যায় না তেমনই সেই নিয়ম প্রযোজ্য চাঁদের মাটিতেও। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা তাই চাঁদের মাটিতেও মহাকাশচারীদের ঘোরাঘুরির জন্য বিশেষ রকমের গাড়ির বন্দোবস্ত করবে নাসা। আর্টেমিস মিশনে চাঁদে পৌঁছে মহাকাশচারীরা যাতে চাঁদের নানা প্রান্তে যেতে পারেন, সেজন্য একটি গাড়ি বানাচ্ছে নাসা।

How can you easily walk on the ground of the moon?

Bangla Jago Desk, Mou Basu: রাস্তা যতই এবড়োখেবড়ো হোক না কেন খুব সহজেই একদিক থেকে অন্যদিকে ঘোরাঘুরি করা যাবে। তাও আবার গাড়ি চেপে। হেঁটে যেমন পৃথিবীর বুকেও বেশি দূরে যাওয়া যায় না তেমনই সেই নিয়ম প্রযোজ্য চাঁদের মাটিতেও। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা তাই চাঁদের মাটিতেও মহাকাশচারীদের ঘোরাঘুরির জন্য বিশেষ রকমের গাড়ির বন্দোবস্ত করবে নাসা। আর্টেমিস মিশনে চাঁদে পৌঁছে মহাকাশচারীরা যাতে চাঁদের নানা প্রান্তে যেতে পারেন, সেজন্য একটি গাড়ি বানাচ্ছে নাসা। বিশেষ রকমের গাড়ির নাম Lunar Terrain Vehicle (LTV)। এই গাড়ি তৈরির জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা, নাসা ৩টি সংস্থাকে বরাত দিয়েছে।

ইন্টুইটিভ মেশিনস, লুনার আউটপোস্ট এবং ভেঞ্চুরি অ্যাস্ট্রোল্যাব নামে ৩টি সংস্থা এখন এই গাড়ি তৈরি করবে। চাঁদের এবড়োখেবড়ো পাথুরে জমির ওপর দিয়েও দিব্যি যাতে মহাকাশচারীদের নিয়ে গাড়িটি যেতে পারে সেদিকে নজর রেখেই গাড়িটি তৈরি করতে বলা হয়েছে। এতে মহাকাশচারীদের সুবিধা হবে। চাঁদে পৌঁছে তাঁরা গাড়িতে চেপে চাঁদের নানা জায়গায় দ্রুত পৌঁছে যেতে পারবেন। চাঁদকে আরও ভাল করে দেখার ও পরীক্ষা করার সুযোগ পাবেন মহাকাশচারীরা। নাসা আর্টেমিস ৫ মিশনে মহাকাশচারীদের নিয়ে চাঁদের বুকে পদার্পণ করবে। তখন সঙ্গে যাবে গাড়িটিও।

২০২৬ সালে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। শেষবার নাসা চাঁদের মাটিতে মহাকাশচারী পাঠিয়েছিল সাতের দশকে। চাঁদে পৌঁছে চাঁদের নানা জায়গায় এই লুনার টেরেন ভেহিকল বা এলটিভি গাড়িতেই পৌঁছে যাবেন মহাকাশচারীরা। এতে তাঁদের গবেষণার কাজও অনেক সহজ হবে। তবে মহাকাশচারীরা যখন পৃথিবীতে ফিরে আসবেন তখন কিন্তু গাড়িটি তাঁরা নিয়ে আসবেন না। তা তাঁরা চাঁদেই রেখে আসবেন। গাড়িটি তখন একাই নাসার জন্য চাঁদের বুকে ঘুরে নানা গবেষণার কাজ করবে।