ad
ad

Breaking News

China

বিজ্ঞানের জয়জয়কার! চিনে আবিস্কার হল এমন ওষুধ যে মানুষ হবে দীর্ঘজীবী! বিনা রোগেই বাঁচবেন ১৩০ বছর

সম্প্রতি শোনা যাচ্ছে তাঁরা এমন এক ওষুধ আবিষ্কার করেছেন যা এবার বয়সকে ধরে রাখবে। সঙ্গে এই ওষুধ খেলেই আপনি বাঁচবেন প্রায় ১৩০ বছর! 

china: chinese scientists found a way to stop aging now humans will live 130 years

বিজ্ঞানের বড় সাফল্য! (ছবিঃ সংগৃহীত)

Bangla Jago Desk: বিজ্ঞানের জয় হল আবারও! যেখানে ক্রমশ কম বয়সী মানুষদের মৃত্যুর হার দিন দিন বেড়ে চলেছে সেখানে এবার সরাসরি নিজের বয়স ধরে রাখার উপায় খুঁজে বের করেছেন চিকিৎসকেরা । হৃদরোগ সহ সুগার, ডায়াবেটিস এর মত রোগ গুলি কেড়ে নিচ্ছে বহু যুবক-যুবতী সহ তরুণ-তরুণীর প্রাণ সেখানে চিকিৎসায় বড়সড় সাফল্য পেল চিন।  সম্প্রতি শোনা যাচ্ছে তাঁরা এমন এক ওষুধ আবিষ্কার করেছেন যা এবার বয়সকে ধরে রাখবে। সঙ্গে এই ওষুধ খেলেই আপনি বাঁচবেন প্রায় ১৩০ বছর!

ইংরেজী ওয়েব সাইট নেচার এজিং জার্নালে এদিন প্রকাশিত করা এক প্রতিবেদনে বলা হয়েছে যে এই পরীক্ষাটি সর্বপ্রথম ইঁদুর এর ওপর প্রয়োগ করেছিলেন। যেখানে অ্যান্টি-এজিং টেস্টটি করার পর দেখা গেছে যে, প্রতি সপ্তাহ অন্তর ২০ মাস বয়সী ইঁদুরটিকে ইনজেকশন দেওয়ার পর ইঁদুরটির বয়স কমতে শুরু করে। এককথায় জেন ওর বয়স থমকে যায়। গবেষণায় এও দেখা গেছে যে, এই গবেষণার প্রয়োগের পর এর ফলে প্রায় ২.৭ শতাংশ বয়স বৃদ্ধি পেয়েছে ইঁদুরটির, যা এক প্রকার রেকর্ড।

গবেষণায় সাফল্য পাওয়ার পর এই বিষয়ে গবেষকদের প্রশ্ন করা হলে গবেষণা দলের একজন সদস্য বলেন, বিষয়টি তাঁদের কাছে যথেষ্ট উত্তেজনাপূর্বক ছিল যে, যেখানে একটি ইঁদুর প্রায় ৮৪০ দিন বেঁচে থাকে সেখানে গবেষণায় প্রয়োগ করা ইঁদুরটি প্রায় ১২৬৬ দিন বেঁচে ছিল। এবং তিনি এদিন এও দাবী করেছেন যে এতে মানুষের আয়ুও বাড়বে। দীর্ঘজীবী হবে মানুষ নামক প্রজাতিটি।





তাছারাও এদিন তাঁরা এও দাবী করেছেন এই অ্যান্টি-এজিং কেমিক্যাল ওষুধের মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে। যাতে দেহ থেকে রক্ত পরিবর্তন করতে লাগবে না। কেবল এটির প্রয়োগের ফলেই ভবিষ্যতে সেই ব্যাক্তি যে কোনও রোগেও আক্রান্ত হবেন না। প্রায় সাত বছরের এই গবেষণার পর এই সাফল্য পেয়ে খুশি হয়েছে চিনের এই গবেষক দল।